Video: বন্দে ভারত এক্সপ্রেসে দেওয়া হচ্ছে খারাপ কোয়ালিটির খাবার! ভাইরাল হলো ভিডিও

বন্দে ভারত এক্সপ্রেসে দেওয়া হচ্ছে খারাপ কোয়ালিটির

দেশের অন্যতম দ্রুত গতির ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। যেখানে যাত্রীদের জন্য খুবই আধুনিক ভাবে ট্রেনটিকে সাজানো হয়েছে। বন্দে ভারতে চড়লে বুঝতে ওয়ারবেন না আপনি ট্রেনে চাপছেন নাকি প্লেনে। এখানে যাত্রীদের জন্য রয়েছে খাবারের ব্যবস্থাও। তবে সেই খাবারের মান কেমন তা জানেন কি? সম্প্রতি একটি ভিডিও (Viral Video) প্রকাশ্যে এসেছে। যেখানে বন্দে ভারতের খাবারকে নিম্ন মানের বলে দাবি করা হচ্ছে। এ বিষয়ে রেল কর্তৃপক্ষ কি জানালেন? চলুন বিস্তারিত জেনে নিন।

Vande Bharat Express

প্রসঙ্গত, ভারতীয় রেল (Indian Railways) সব সময় যাত্রীদের কথা মাথায় রেখে নানা পদক্ষেপ নিয়ে থাকে। যাত্রীদের কথা মাথায় রেখে এমনই এক দুর্দান্ত পদক্ষেপ হলো বন্দে ভারতের সূচনা। এটি বর্তমান সময়ের অন্যতম প্রিমিয়াম ট্রেন (Premium Train)। আজ কাল এই ট্রেনে নাকি খুবই খারাপ খাবার পরিবেশন করা হচ্ছে। এমনই এক দাবি করে একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটি অনেকের দৃষ্টি আকর্ষণ করছে। বন্দে ভারতের এক যাত্রীই এই ভিডিওটি বানিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।

বিশাখাপত্তনম থেকে হায়দ্রাবাদ গামী (Visakhapatnam to Hyderabad) বন্দে ভারত এক্সপ্রেসের এক যাত্রী এক মাস আগে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। তবে বর্তমান সময়ে এটি বেশ ভাইরাল হচ্ছে। ভিডিওটিতে ওই যাত্রী একটি সিঙ্গার ভেঙে দেখাচ্ছেন। তাঁর দাবি সিঙ্গারাতে তেল জব জব করছে। তিনি আরো বলেছেন যে, এই খাবারের দাম অনেক বেশি, সেই তুলনায় এর মান খুব খারাপ। ভিডিওটি আইআরসিটিসির (IRCTC) চোখে পড়ে এবং আইআরসিটিসি একটি টুইট (Twit) করে এ বিষয়ে যথা যত ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।

Train Food

তবে এটিই প্রথম নয়, এর আগেও যাত্রীরা বন্দে ভারতের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। যেখানে বলা হয়েছিল বন্দে ভারত ট্রেন অনেক লেট চলে। আসলে একবার বিয়ারিংয়ের ত্রুটির কারণে উত্তর সেন্ট্রাল রেলওয়ের ডানকৌর এবং ভাইর স্টেশনের মাঝে থেমে যায় বন্দে ভারত। বিয়ারিংয়ের ত্রুটির জন্য ট্রেনটির চাকা জ্যাম হয়ে গিয়েছিল। সে সময় যাত্রীদের সেখান থেকে নিয়ে গিয়ে খুর্জা স্টেশনে শতাব্দী ট্রেনে চাপানো হয়েছিল। বিষয়টি ঘটার পর এডিআরএম দিল্লি ট্রেনটি পরিদর্শনের জন্য দল পাঠিয়েছিল এবং তা ঠিক করা হয়েছিল।

Food