সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল UPSC টপার ঈশিতা কিশোরের মার্কশিট,দেখেই চমকে উঠবেন

সম্প্রতি কিছুদিন আগে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ২০২২ (Union public service commision 2022) সালের সিভিল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশ (civil service exam result out) হয়েছে। আর এই পরীক্ষায় প্রথম স্থান (first position) অধিকার করেছে ঈশিতা কিশোর (Ishita kishor)। বর্তমানে তার মার্কশিট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল (UPSC marksheet Viral on social media)হচ্ছে। তবে এটি প্রথমবার নয় বরং প্রতিবারই UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষার ফলাফল প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে থেকে ভালো রেজাল্ট করা পার্থিদের ফলাফল ও পরিশ্রমের প্রমাণ। যারা এই পরীক্ষার শীর্ষস্থান অধিকার করে তারা সকলের অনুপ্রেরণা হয়ে ওঠে। তাই এইবার UPSC পরীক্ষায় ঈশিতা কিশোর যিনি সর্বভারতীয় র‍্যাঙ্কিং অনুসারে প্রথম স্থান অধিকার করেছেন তিনি হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া সেনসেশন। তিনি পাটনা শহরের বাসিন্দা। তবে তিনি পড়াশোনা নয়ডাতে করেছেন।

গত মাসে ২৩ মে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ২০২২ সালের সিভিল সার্ভিস পরীক্ষা রেজাল্ট ও নম্বর প্রকাশ করেছিল। আর ১ নম্বর স্থানে রয়েছে ঈশিতা। UPSC এখন UPSC CSE মেইন পরীক্ষা এবং ইন্টারভিউ রাউন্ডে তাদের প্রাপ্ত নম্বর প্রকাশ করেছে। আর তাই ঈশিতার মার্কশিট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াই স্বাভাবিক। এখন সকলে জানতে চায় যে ঈশিতা কত নম্বর পেয়েছে। তাই জানিয়ে দি ঈশিতা কিশোর লিখিত পরীক্ষায় ৯০১ নম্বর এবং ইন্টারভিউতে ১৯৩ নম্বর পেয়েছেন। তার মোট নম্বর ১০৯৪। অর্থাৎ তিনি UPSC সিভিল সার্ভিসেস পরীক্ষায় ৫৪.০২% নম্বর পেয়েছেন।

জানিয়ে দি এই UPSC পরীক্ষায় ৫হাজার প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত করা হয়েছিল। যার মধ্যে ৯৩৩ জন চূড়ান্ত সফলতা পেয়েছেন। তাদের মধ্যে ঈশিতা কিশোর তালিকার শীর্ষে রয়েছেন। জানিয়ে দি ঈশিতা দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রী রাম কলেজ অফ কমার্স থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে প্রতিদিন মাত্র ৮-৯ ঘণ্টা পড়াশোনা করেই তিনি এই সফলতা অর্জন করেছেন। ঈশিতা আরো বলেছেন যে UPSC ক্লিয়ার করার জন্য বিষয়ের মূল বিষয়টা বোঝা গুরুত্বপূর্ণ। এছাড়া জানিয়ে দি পড়শোনার পাশাপাশি খেলাধুলার প্রতি বরাবর বেশ আগ্রহী ছিলেন তিনি। এমনকি তিনি ন্যাশনাল লেভেলের ফুটবল প্লেয়ার ছিলেন।