পাত্তা পাচ্ছে না বলিউড, বুকিংয়ের দিক থেকে নতুন রেকর্ড গড়ল দক্ষিণী এই ২ সিনেমা

চলতি মাসে বক্সঅফিসে ধামাকাদার হতে চলেছে। আসতে চলেছে আসন্ন দুটো বড় বাজেটের ছবি। দুটো ছবির মধ্যে একটি ছবি হল কেজিএফ চ্যাপটার 2 (KGF Chapter 2) এবং অন্য ছবি হলো বিস্ট (Bist). দুটো ছবি যেমন বড় বাজেটের, তেমনই দুটো ছবির অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। কেজিএফ চ্যাপটার টু (KGF Chapter 2) কন্নড় ইন্ডাস্ট্রিতে মুক্তি পেতে চলেছে। অন্য একটি মুভি বিস্ট, সেটি তামিল ইন্ডাস্ট্রিতে মুক্তি পেতে চলেছে।

তবে দর্শকদের জন্য বেশ ভালো খবর হলো, দুটো ছবি বহু ভাষাতেই মুক্তি পাবে। বক্সঅফিসে কঠিন প্রতিদ্বন্দ্বীতা করতে চলেছে এই দুটো সিনেমা। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা উভয় ছবির আয়ের হিসেব একটি ধারনা করেছেন। তিন বছর আগে দারুন সাফল্যে সম্মুখীন হয়েছিল কেজিএফ পার্ট ওয়ান মুভিটি। সিনেমাটি সুপারহিট হয়েছিল।

এখন মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ছবিটির দ্বিতীয় অংশের জন্য। ছবিটির বাজেট ধরা হয়েছে ১০০ কোটি টাকা। এখন সিনেমা প্রেমিকরা অগ্রিম বুকিংও যটপট করে নেওয়া শুরু করেছেন । ইতিমধ্যেই সারা ভারত থেকে কেজিএফ অধ্যায় ২ -এর জন্য ১০ কোটি প্রি বুকিং হয়েছে। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, হিন্দি ভাষায় প্রথম দিনেই ৩০-৩৫ কোটি টাকা আয় করতে পারে কেজিএফ ২ । এছাড়া এতে তামিল এবং কন্নড় ভাষা যোগ করলে , তা দাঁড়াবে প্রায় ৯০ কোটি টাকায়।

 

 

দুদিন পরেই অর্থাৎ ১৩ ই এপ্রিল সুপারস্টার বিজয়ের ছবি ‘বিস্ট’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে । তামিল অ্যাকশন-থ্রিলার এই মুভিটি হিন্দি সহ চারটি ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবির জন্য অগ্রিম বুকিং করা হয়েছে ৪.৭০ কোটি টাকা। ছবিটি তামিল ভাষা থেকে প্রথম দিনেই আয় করতে পারে ৩০ কোটি টাকা। এছাড়া অন্যান্য ভাষায় আয় করার সম্ভবনা রয়েছে প্রায় ৮০ থেকে ৯০ কোটি টাকা।