দেখুন ভারতের সবচেয়ে ধনী মহিলাদের তালিকা..Top Indian Richest Women List

ভারতের ৩ জন সবচেয়ে ধনী মহিলা হলেন এনারা

প্রায় যখন ভারত বা বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের কথা উল্লেখ হয় তখন পুরুষদের নাম সবার আগে উঠে আসে। যেমন Elon musk, Mark zukatbarg, মুকেশ আম্বানি, গৌতম আদানি ইত্যাদি। কিন্তু খুব কম লোকেরা জানে মহিলারাও ধন সম্পদের দিক থেকে সমান তালে টেক্কা দিচ্ছে পুরুষদের। ভারতে ধনী মহিলাদের (rich women) বা সফল বিজনেস ওম্যানের কোনো কমতি নেই। তাই আজ আমরা আমাদের আর্টিকেলে ভারতের সবচেয়ে ধনী মহিলার (rich women)বিষয় আলোচনা করবো।

Roshni Nadar malhotra

১) রশনি নাদর মালহোত্রা: ইনি মালহোত্রা এইচসিএল-এর চেয়ার ম্যান। আসুন রশনি নাদর মালহোত্রার বিষয় জেনেনি সংক্ষেপে। একটি রিপোর্ট থেকে জানা গেছে যে এইচসিএল টেকনোলজি-র চেয়ার পার্সন রশনি নাদর মালহোত্রার নেটওয়ার্থ হলো ৮৪৩৩০ কোটি টাকা। যদিও রশনি এই ব্যবসা এক দাঁড় করায়নি। আরথতভাই ব্যবসাটি তিনি উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। রশনির বাবা শিব নাদর এইচসিএল-এর সংস্থাপক ছিলেন।

Falguni naiar

২) ফাল্গুনি নায়ার: Nykaa-এর প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার ভারতের সবচেয়ে ধনী ও সেল্ফমেড মহিলা। এনার যে আজ এত সম্পত্তি রয়েছে এবং ইনি যেরকম বিলাসবহুল জীবনযাপন করছেন তা তিনি উত্তরাধিকার সূত্রে পাননি বরং কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জন করেছেন। ফাল্গুনী নায়ার ১০ বছর আগে নাইকা বিউটি ই-কমার্স কোম্পানি শুরু করেছিলেন। আর গত বছরগুলোতে ৫৯ বছর বয়সী ফাল্গুনী নায়ারের সম্পদ বেড়েছে ৯৬৩%। ফাল্গুনী নায়ারের মোট সম্পদের পরিমান হলো ৫৭৫২০ কোটি টাকা।

Kiran majumder sha

৩) কিরণ মজুমদার শা: এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে বায়োকনের মালিক কিরণ মজুমদার শা। এনার নেটওয়ার্থ বা মোট সম্পদের পরিমান হলো ২৯০৩০ কোটি টাকা। ইনি ভারতের তৃতীয় সবচেয়ে ধনী মহিলা।