KGF থেকে কানতারা! ২০২২-এ বক্স অফিস ঝড় তুলেছে যে ১০ টি দক্ষিণী ছবি

২০২২-এ বক্স অফিস ঝড় তুলেছে যে ১০ টি দক্ষিণী ছবি

২০২২ সালটা দক্ষিণী ছবির জন্য খুবই ভালো ছিল। এই বছরে দক্ষিণের অনেক ছবি বক্সঅফিস থেকে ভালো আয় করেছে এবং দর্শকদের থেকে বলিউডের থেকে বেশি ভালোবাসা পেয়েছে। আজ এই প্রতিবেদনে আপনাদের এমনই ১০টি দক্ষিণী সিনামার কথা বলবো, যা চলতি বছরে বক্সঅফিসে ভালো ব্যাবসা করেছে (Top 10 South Indian Movie Box Office Collection)। চলুন সিনেমাগুলি নাম জেনে নিন।

১) কেজিএফ চ্যাপ্টার ২ (KGF Chapter 2)

KGF Chapter 2

চলতি বছরে দক্ষিণী চবিগুলিরর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে কেজিএফ চ্যাপ্টার ২। ১৫০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছিল ছবিটি। দারুণ সাফল্যের পর বক্সঅফিস থেকে প্রায় ১,২২৮ কোটি টাকা আয় করতে পেরেছে।

২) আরআরআর (RRR)

RRR

কেজিএফ এর পরেই সবচেয়ে বেশি আয় করা ছবির তালিকায় রয়েছে আরআরআর ছবির নাম। ৪২৫ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল এই ছবিটি। যা বক্সঅফিস থেকে আয় করেছে ১,১৩১ কোটি টাকা।

৩) পন্নিয়িন সেলভান (Ponniyin Selvan)

Ponnyin Selvan

মণি রত্নম পরিচালিত এই ছবিটি ২১০ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে। যা বক্সঅফিস থেকে প্রায় ৫০০ কোটি টাকা আয় করতে পেরেছে। এই ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন।

৪) বিক্রম (Vikram)

Vikram

১১৫ কোটি টাকার বাজেটে নির্মিত এটি ছবিটিও বক্সঅফিস থেকে ভালো আয় করেছে। এই ছবির মোট বক্সঅফিস কালেকশান ৪২৪ কোটি টাকা। ছবিটি মুখ্য ভূমিকায় ছিলেন দক্ষিণী অভিনেতা কমল হাসান।

৫) কান্তরা (Kantara)

Kantara

দক্ষিণী ছবি কান্তরা বক্সঅফিস থেকে ৪০৬ কোটি টাকা আয় করেছে। যা ১৬ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল। ঋষভ শেঠি ছবিটি পরিচালনা ও অভিনয় করেছেন।

৬) বিস্ট (Beast)

Beast

দক্ষিণী অভিনেতা বিজয় অভিনীত এই তামিল ছবিটি ১৩০ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছিল। যা বক্সঅফিস থেকে ২২৭ কোটি টাকা আয় করতে পেরেছে।

৭) সরকারু ভারী পাতা (Sarkaru Vaari Paata)

Sarkaru Vaari Paata

দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু অভিনীত এই ছবিটি বক্সঅফিস থেকে মত ১৮৫ কোটি টাকা আয় করেছিল। ছবিটির বাজেট ছিল ১২৫ কোটি টাকা।

৮) ভালিমালি (Valimai)

Valimai

এইচ.বিনোদ পরিচালিত এই ছবিটি ১২৫ কোটি টাকায় নির্মিত হয়েছিল। ছবিটি সমগ্র আয় ১৬৩ কোটি টাকা।

৯) ভিমলা (Vimla)

ভিমলা ছবিটি বক্সঅফিস থেকে ১৫০ কোটি টাকার বেশি আয় করেছে। ১০৫ কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছিল ছবিটি।

১০) রাধে শ্যাম (Radhe Shayam)

Radhe Shayam

২৫০ কোটি টাকার বাজেট নিয়ে নির্মিত এই ছবিটি বক্সঅফিস থেকে ভালো আয় করতে পারেনি। এই ছবিটি মোট বক্সঅফিস কালেকশান ১৫৪ কোটি টাকা।