টিকিট ক্যানসেল করলেও ফেরত মিলবে পুরো টাকা! ৯০% যাত্রী জানেন না রেলের এই নিয়ম

টিকিট ক্যানসেল করলেও ফেরত মিলবে পুরো টাকা

ভারতীয় রেল ব্যাবস্থা (Indian Railway) বিশ্বের অন্যতম বৃহৎ রেল ব্যাবস্থা। যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেল পথে যাতায়াত করে থাকেন। যাত্রীদের সুবিধার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ প্রায়শই নানা ধরণের সুবিধা নিয়ে আসে। তবে অনেক সময় এই সুবিধাগুলি যাত্রীর কান পর্যন্ত পৌঁছায় না। যে কারণে যাত্রীরা রলওয়ের অনেক সুবিধা থেকেই বঞ্চিত হয়।

Train

আজ রেলওয়েরর এমনই এক সুবিধা সম্পর্কে আপনাদের জানাবো, যা আপনারা আগে শোনেন নি। অনেক সময় কোনো কারণ বশত ট্রেনের টিকিট কেটেও, তা বাতিল করে অনেকে। টিকিট বাতিল করার জন্য অর্ধেক টাকা ফেরত পায় যাত্রী। তবে রেলওয়ের এক বিশেষ নিয়ম রয়েছে। যে নিয়ম অনুসরণ করলে টিকিট বাতিল করলেও ফেরত পাবেন টিকিটের পুরো মূল্য। চলুন আরো বিস্তারিত জেনে নিন।

 

টিকিট বাতিল করার পর রেল কর্তৃপক্ষ অনেকটা টাকা কেটে অর্ধেক টাকা ফেরত দেন। এতে করে অনেক সময় যাত্রীরা নানা সমস্যায় পড়েন। তবে রেলওয়ের দুটি নিয়ম বা শর্ত রয়েছে। যে শর্ত মেনে টিকিট বাতিল করলে ফেরত পাওয়া যাবে পুরো অর্থ। যেমন ধরুন আপনি যে ট্রেনে যাবেন বলে টিকিট কেটেছেন, সে ট্রেনটি যদি ৩ ঘন্টা বা তার বেশি সময় লেট থাকে তাহলে আপনি টিকিট বাতিল করতে পারেন।

Train

বাতিল করা টিকিটের অর্থ ফেরত পেতে যাত্রীকে টিডিআর ফাইল করতে হবে। প্রসঙ্গত, ট্রেন স্টেশন থেকে ছাড়তে যদি অনেক দেরি করে, তাহলে আপনি টিকিট বাতিলের জন্য টিডিআর ফাইল করতে পারেন। আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। ই-টিকিট বাতিল করলে টাকা আপনার ব্যাংকে ঢুকে যাবে। আর যদি কাউন্টার থেকে টিকিট কাটেন, তাহলে সংশ্লিষ্ট কাউন্টার থেকে টাকা ফেরত পাবে।