মাত্র ১ লাখ টাকা ইনভেসমেন্টে আজই শুরু করুন এই ব্যবসা মাস গেলে আয় করবেন ২ লক্ষ টাকা

আজকাল বেশিরভাগ মানুষ চাকরির থেকে বেশি ব্যবসার (Business) প্রতি আগ্রহ দেখাচ্ছে। এমনকি এখন এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে মানুষ তার মোটা টাকা মাইনের চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করা শুরু করছে ও সফলও হচ্ছে। কিন্তু অনেক সময় মানুষ ব্যবসা করার ভাবনা থেকে পিছিয়ে আসে কারণ ব্যবসা করতে গেলে অনেক মোটা অংকের মূলধনের প্রয়োজন হয় যা সবার পক্ষে যোগান দেওয়া সম্ভব হয় না। কিন্তু আপনি যদি এমন ব্যবসার সন্ধান করছেন যেখানে কম মূলধন বিনিয়োগ করে বেশি উপার্জন করা যায় তাহলে আমাদের কাছে রয়েছে একটি দুর্দান্ত বিজনেস আইডিয়া (Business idea)। তবে আসুন এই ব্যবসার বিষয় বিস্তারিত জেনেনি।

আজ আমরা যেই ট্রেডিশনাল ব্যবসার বিষয় আলোচনা করতে চলেছি সেটা হলো কার ডিটেলিং (Car detailing business)- এর ব্যবসা। এই ব্যবসা ১/২ লাখ টাকার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট করে শুরু করা যেতে পারে। আর ধীরে ধীরে এই ব্যবসা বৃদ্ধি করা যেতে পারে। আর সবচেয়ে মুখ্য বিষয় হলো এই ব্যবসায় বেশি ইভেন্ট্রির দরকার পরে না। এছাড়া আরো ডিলারশিপসও কার ডিটেলিং ওয়ার্কশপস – এর সাথে কনট্র্যাক্ট করার জন্য তৈরি থাকে যা এই ব্যবসায় একটি ফিক্সড ইনকামের গ্যারেন্টি নিয়ে আসে।

 

এই ব্যবসায় আয়ের অনেক ভালো সুযোগ রয়েছে। এই ব্যবসাতে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতি মাসে ১ থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত আয় করা যেতে পরে। যদিও বিষয়টি কারো কারো কাছে অবাক করার মতো হতে পারে কিন্তু এই কাজটি কম যান্ত্রিক এবং বেশি শ্রম সংক্রান্ত হওয়ায় এতে বিনিয়োগ কম হয়। আসুন জানিয়ে দি যে এই ব্যবসায় কোন কোন ক্ষেত্রে আপনার খরচ হবে ও আয় কেমন হবে।

Car detailing business

১) একটি কার ডিটেলিং ওয়ার্কশপ খোলার জন্য আপনার একটি ওপেন প্লটের দরকার পড়বে। আর সেখানে জলের কানেকশনের সুবিধা থাকতে হবে। আর জায়গার ভাড়া হিসাবে আপনাকে ২০,০০০ টাকা দিতে হবে। যদি আপনার কাছে এমন জায়গা থেকে থাকে তবে আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে।

২) এইসবের জন্য আপনাকে তিনটি জ্যাক ও ৪ টি কার মাউন্টেন নিতে হবে যার দাম হলো ১৫০০০ পরে যাবে।

৩)আপনার একটি ওয়েট এন্ড ড্রাই ভ্যাকুয়াম ক্লিনারের প্রয়োজন হবে। আর এটি ৮০ লিটার বা তার বেশি ক্ষমতার হওয়া উচিত। এতে আপনার খরচ আসবে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা।

৪) একটি হেভি ডিউটি টুল সেটের প্রয়োজন হবে । এর দাম ৫০০০ পরবে।

৫) অন্যদিকে, একটি মিনি কম্প্রেসার, জেট এবং ১ হর্স পাওয়ার ওয়াটার মোটর এবং পাইপ দরকার পরবে। এই সমস্ত জিনিসগুলি ১০,০০০ টাকায় হয়ে যাবে।

৬) কাপড় শুকানোর ড্রায়ার যা ২০০০০ টাকায় হয়ে যাবে।

৭) কার ওয়াশিং এবং ড্রাইক্লিনিং কেমিক্যালস, যদিও এই রাসায়নিকগুলি কোম্পানিগুলি এক মাসের ক্রেডিটে দেয় তবে আপনাকে যদি এটি প্রাথমিক এক মাসের জন্য নগদে নিতে হয় তবে এর জন্য সর্বোচ্চ দশ হাজার টাকা খরচ হবে এবং ইমপোর্টেড নিলে খরচ হবে ২০ থেকে ১৫ টাকা।

কিভাবে আয় হবে

গাড়ির ডিটেইলিংয়ে (Car detailing business) যদি গাড়িটি গভীর ধোয়ার জন্য আসে, তাহলে তার জন্য ৫০০ থেকে ১০০০ টাকা নেওয়া হয়। গড়ে চলমান ডিটেইলিং সেন্টারে প্রতিদিন প্রায় 10টি গাড়ি ধোয়ার জন্য আসছে। এমতাবস্থায়, এক মাসে ৩০০টি গাড়ি থাকে, তবে ছুটির দিন এবং আবহাওয়ার পরিবর্তনের পরিপ্রেক্ষিতে তাদের ২০০ হিসাবে বিবেচনা করুন এবং ৫০০ টাকা চার্জ করুন তাহলে এই পরিমাণ ১ লক্ষ টাকায় পৌঁছে যায়।

একই সঙ্গে ড্রাইক্লিনের জন্য আসা গাড়ি থেকে নেওয়া হয় দুই হাজার থেকে চার হাজার টাকা। গড়ে প্রতিদিন ৩ থেকে ৪টি গাড়ি একটি কেন্দ্রে ড্রাইক্লিনিং করতে যায়। যদি গড়ে 4টি গাড়ি ধরা হয় তবে তা মাসে ১২০টি গাড়ি। যদি একটি গাড়ির জন্য ৩০০০টাকা চার্জ করা হয়, তাহলে এক মাসে মোট পরিমাণ ৩,২০,০০০ টাকা। এভাবে ওয়াশিং এবং ড্রাই ক্লিনিং মিলিয়ে এই পরিমাণ দাঁড়ায় প্রায় ৪ লাখ টাকা।

Car detailing business

মাসে কত খরচ হবে

১) এই কেন্দ্রের জন্য আপনাকে কমপক্ষে ৯টি হেল্প রাখতে হবে। যার মধ্যে ওয়াশারম্যান ৪ জন, ড্রাই ক্লিনিং এর জন্য ২ জন, পলিশের জন্য ২ জন এবং মেকানিক ১ জন।

২)একজন গাড়ি মেকানিকের বেতন প্রতি মাসে ২৫ থেকে ৫০ হাজার টাকা।

৩) আর বাকি চারজনের বেতন প্রায় ১৫ হাজার টাকা। এ কারণে বেতন বাবদ প্রতি মাসে প্রায় ২ লাখ টাকা খরচ করতে হবে।

৪) এতে আপনার জলের বিল আসবে ২ থেকে ৫ হাজার টাকার মধ্যে।

৫) বিদ্যুৎ বিল বসবে ৩০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।

৬) অন্যদিকে, যদি ২০,০০০ টাকা অন্যান্য খরচের জন্যও বিবেচনা করা হয় তাহলে মোট খরচ হবে ২.৫ লক্ষ থেকে ৩ লক্ষ টাকার মধ্যে৷