Indian Railways: কোন রুটে চলবে ভারতের প্রথম Hydrogen Train, জানিয়ে দিলো রেলমন্ত্রক

ভারতীয় রেল (Indian Railways) একের পর এক সুখবর নিয়ে হাজির হচ্ছে। আর এই সূত্রেই এখন Hydrogen Train চর্চার তুঙ্গে উঠেছে। কালকা-সিমলার ঐতিহাসিক রুটে সবার প্রথমে ছুটবে এই হাইড্রোজেন চালিত ট্রেন (Hydrogen train)। আশা করা যাচ্ছে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই এই হাইড্রোজেন চালিত ট্রেন অর্থাৎ ‘বন্দে মেট্রো’র কাজ সম্পন্ন হবে। আর তারপর থেকেই তা চলতে শুরু করবে।

Hydrogen Train Indian railways
Hydrogen Train Route

জানা গিয়েছে, প্রাথমিকভাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ের মতো রুটে চললেও, প্রথমে চলবে কালকা-সিমলা রুটে (kalka shimla route)। এই ট্রেন চালানোর খরচ খুব বেশি হওয়ায়, সমগ্র বিশ্বে এই ধরনের ট্রেন খুব বেশি চলতে দেখা যায় না। তবে এই ট্রেন চালানোর মধ্য দিয়ে পরিবেশকে সুস্থ এবং স্বাভাবিক রাখা সম্ভব হবে। আর সেই বার্তাই দিচ্ছে ভারত।

 

গত বুধবার এই বিষয়ে ঘোষণা করে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। ১ লা ফেব্রুয়ায়ী বাজেট পেশের পর তিনি জানান, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কালকা-সিমলার ঐতিহাসিক রুটে চালু হওয়ার কথা জানালেন তিনি। তারপর ধীরে ধীরে গোটা দেশে এই ধরনের ট্রেন চালু করা হবে। যার ফলে পরিবেশ কিছুটা সুরক্ষিত থাকবে বলেও জানা গিয়েছে।

জানিয়ে রাখি, এই হাইড্রোজেন ট্রেন কিন্তু অন্যান্য ট্রেনের মত বড় হবে না। মাত্র ৮ টি বগির এই ট্রেন ঘণ্টায় সর্বাধিক ১৪০ কিমি বেগে ছুটবে। সমুদ্রের জল থেকে হাইড্রোজেন তৈরি করে এই ট্রেন চালানোর কারণে খরচ বাড়লেও, এই ট্রেন পরিবেশ দূষণ করবে না। এই ট্রেন শুধুমাত্র জল আর বাস্প নির্গত করবে পরিবেশে। আর এই ট্রেনের ট্যাঙ্ক যদি সম্পূর্ণ ভর্তি করা থাকে, তাহলে একবারে প্রায় ১০০০ কিমি পর্যন্ত যাত্রা করতে পাবে এই হাইড্রোজেন ট্রেন।

img 20230204 183726

জানা গিয়েছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, কালকা সিমলা রেলওয়ে, মাথেরান হিল রেলওয়ে, কাংরা উপত্যকা, বিলমোরা ওয়াঘাই এবং মারওয়ার-দেবগড় মাদ্রিয়ার মতো ঐতিহাসিক, ন্যারো-গেজ রুটে চলবে এই হাইড্রোজেন ট্রেন। যার ফলে সবুজ পরিবেশ হবে আরও সুরক্ষিত।