আয়তনে কিছুটা ছোট হলেও, দাম রয়েছে বাজেটের মধ্যেই! Tata Punch কেনার পেছনে রয়েছে এই ৫ কারণ

দেশে বিক্রি হওয়া সেরা দশটি গাড়ির মধ্যে রয়েছে কম্প্যাক্ট SUV Tata Punch। ৫ স্টার অর্জনকারী এই গাড়ি গত দেড় বছর ব্যাপক সংখ্যায় বিক্রি হয়েছে। সুরক্ষার দিক থেকে এগিয়ে থাকা এই গাড়িটিকে অনেকেই আবার ছোট বলে এড়িয়ে যান। এই গাড়ির স্পেস নিয়ে অনেক অভিযোগ থাকলেও, বিক্রির দিক থেকে কিন্তু পিছিয়ে নেই এই গাড়ি।

কম্প্যাক্ট ধাঁচে তৈরি এই গাড়ি হুইলবেশ ২৪৪৫ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৮৭ মিলিমিটার। ৩৮২৭ মিলিমিটার লম্বা এবং ১৬১৫ মিলিমিটার উচ্চতার এই গাড়িতে রয়েছে ক্রুজ কন্ট্রোল, অটোমেটিক এসি, পুশ বাটন স্টার্ট, হার্মান ইনফোটেনমেন্ট সিস্টেম, ৭ ইঞ্চি টাচস্ক্রিন, সেমি ডিজিটাল ক্লাস্টার, অটো হেডল্যাম্প, রেইন সেন্সিং ওয়াইপার এবং কার কানেক্টেড টেক।

img 20230424 153447

জানিয়ে রাখি, গ্লোবাল এনক্যাপ টেস্টে বয়স্কদের জন্য ৫ স্টার পেলেও, শিশুদের জন্য এই গাড়ি ৪ স্টার পেয়েছে। ডুয়াল এয়ারব্যাগ, রিভার্স পার্কিং ক্যামেরা, কর্নারিং ল্যাম্প এবং আইসোফিক্স চাইল্ড মাউন্ট বিশিষ্ট এই গাড়িতে ১.২ লিটার পেট্রল ইঞ্জিন রয়েছে, যা সর্বোচ্চ ৮৩ পিএস শক্তি এবং ১১৩ এনএম টর্ক তৈরি করার সঙ্গে রয়েছে ৫ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন।

img 20230424 153401

৬ লক্ষ থেকে ৯.৫৪ লক্ষের মধ্যে এই গাড়িটি যেমন সুরক্ষার দিক থেকে মজবুত, তেমনই বৈশিষ্ট্যের দিক থেকেও বেশ আধুনিক। এই গাড়িতে অটোমেটিক ম্যানুয়াল গিয়ারবক্সও রয়েছে। প্রায় ১৯ কিমি মাইলেজের এই গাড়িতে আধুনিক ফিচার্স থাকা সত্বেও, এই গাড়ির দাম মধ্যবিত্তের বাজেটের মধ্যেই রেখেছে টাটা মোটরস। যাতে করে সকলেই এই গাড়ি কনতে পারেন।