ঝঞ্ঝাট মুক্ত হওয়ার পাশাপাশি হবে অনেক অর্থ উপার্জনও, শনিদেবের তৈরি করা বিরল শশ রাজযোগে উপকৃত হবে এই ৪ রাশির ব্যক্তিরা

আজকের দিনেও কোন শুভ কাজ করার প্রথমেই তিথি, নক্ষত্র, লগ্ন ইত্যাদি দেখে কাজ করা হয়। বিশেষ করে বিয়ে, কিংবা কোন গৃহপ্রবেশ এছাড়াও একাধিক শুভ কাজে এসব মেনে চলা হয়। যার কারণে দেখা হয়, বিভিন্ন গ্রহ, নক্ষত্রের ফের।
জ্যোতিষ শাস্ত্র বলছে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তনের কারণে এই বিষয়টা কোনও কোনও রাশির কাছে শুভ বা অশুভ হতে পারে। তবে সব গ্রহের মধ্যে শনিদেবের (Shani dev) রাশি বদলের ক্ষেত্রে ১২ টি রাশির উপরই এর প্রভাব পড়তে দেখা যায়।
জানিয়ে রাখি, প্রতি আড়াই বছরে একবার শনি গ্রহের রাশিচক্র পরিবর্তন। সেই কারণে ধীর গতির গ্রহ বলা হয় শনি গ্রহকে। গত ১৭ ই জানুয়ারী প্রায় ৩০ বছর পর শনিদেব তাঁর মূলাত্রিকোণা রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন এবং সেখানে থাকবেন ২০২৫ সাল পর্যন্ত। যার ফলে আড়াই বছরের জন্য ইতিবাচক এবং নেতিবাচক ফলাফল পাবে ১২ টি রাশি। তবে কিছু রাশির উপর এই প্রভাব খুব বেশি পড়বে। দেখে নিন তালিকা-
মিথুন (Gemini)- ২০২৫ সালের মধ্যে এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ক্ষেত্রে ব্যাপক উন্নতি হবে এবং প্রচুর সুখ্যাতি অর্জন করবেন। চাকরী ক্ষেত্রে সিনিয়ররা কাজের প্রশংসা করবে এবং ব্যবসা ক্ষেত্রেও অনেক শ্রীবৃদ্ধি হবে। পাশাপাশি সাংসারিক জীবনও সুখকর হবে।
বৃষ (Taurus)- এর ফলে বৃষ রাশির জাতক জাতিকারা অনেক উপকৃত হবে। শনি দেবের আশির্বাদ পাওয়ার পাশাপাশি শশ রাজযোগ তৈরি হওয়ার কারণে কর্মক্ষেত্রে পদোন্নতি এবং ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বিদেশে ব্যবসায়িক কারণে ভ্রমণের সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিদেশে গিয়ে কাজ বা ব্যবসার প্রসার ঘটতে পারে। মিডিয়া, চলচ্চিত্র ব্যবসা এবং শিল্প-সংগীত জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই সময় বেশ উপকৃত হবেন। সেইসঙ্গে সেই রাশির সকল ব্যক্তিরা পরিবারের সকলের সঙ্গে সুখে থাকবেন।
কুম্ভ (Aquarius)- এই সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষেও ভালো কাটবে। কর্মক্ষেত্রে সুনাম, প্রশংসা পাওয়ার পাশাপাশি বাড়বে উপার্জনও। স্বামী বা স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে। পরিবারের শান্তি বজায় থাকবে এবং সন্তানদের দিক থেকে কোন শুভ খবর পাবেন।
তুলা (Libra)- এই রাশির ব্যক্তিরা সব সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। কর্মজীবনে উন্নতি হওয়ার পাশাপাশি ধার দেওয়া টাকাও ফেরত পাবেন। সেইসঙ্গে প্রেমের জীবন অত্যন্ত মধ্যময় হবে এবং বিয়েতে পরিণিতি পাওয়ার বড় সম্ভাবনা রয়েছে।