বিশ্বের সর্বাধিক বিক্রিত ২৫ টি হুইস্কি ব্যান্ডের নাম, যার মধ্যে ১৩ টি ভারতীয় ব্র্যান্ড

এই Whisky Brand বিশ্বে সবচেয়ে বেশি বিক্রীত, দেখুন এর মধ্যে ভারতের কোনগুলো

অ্যালকোহল (Alcohol) শরীরের ক্ষেত্রে ক্ষতি কর, তা সকলেই জানি। কিন্তু সুরা প্রেমীদেরকে আটকাতে পারে। গোটা বিশ্বজুড়ে বিভিন্ন ব্যান্ডের কোম্পানির অ্যালকোহল রয়েছে। তাদের মধ্যে ওয়াইন, বিয়ার ও হুইস্কি চাহিদা বহুল। এরই মধ্যে হুইস্কি ব্যান্ডের (Whisky Brand) মদ বাজারে বেশী বিক্রিত। গোটা বিশ্বজুড়ে ২৫ টি হুইস্কি ব্যান্ডের মদ এমন রয়েছে যেগুলি সবচেয়ে বেশি বিক্রি হয়। কিন্তু জানেন কি তার মধ্যে ১৩ টি হুইস্কি ব্যান্ডই হল ভারতীয়। এরপর আসে আমেরিকা, ফ্রান্স, জাপান ও যুক্তরাষ্ট্র। আজকের এই নিবন্ধে বিশ্বের সর্বাধিক বিক্রিত ২৫ টি হুইস্কি ব্যান্ডের (Largest Selling Whisky Brand) সম্পর্কে বলবো। আসুন একের পর এক জনি!

 

১. ম্যাকডয়েলস

এই তালিকায় প্রথমেই আসে ম্যাকডয়েলস (McDowell’s)। এটি একটি ভারতীয় ব্যান্ড। একটি বিশ্বের সবচেয়ে বেশি বিক্রিত হুইস্কি ব্র্যান্ড। এটি বিজয় মালিয়ার অধীনে ‘ইউনাইটেড ব্রিউয়ারিজ’ দ্বারা উৎপাদিত। এটি বছরের ২৭.৬৩ কোটি লিটার বিক্রীত।

Whisky brand

২. অফিসার চয়েস

এই তালিকায় এরপরই রয়েছে ভারতীয় ব্র্যান্ড অফিসার চয়েস (OC)। এটি ‘অ্যালাইড ব্লেডারস অ্যান্ড ডিস্টিলারিজ’ কোম্পানি দ্বারা উৎপাদিত। এই হুইস্কি ব্রান্ডটি বছরে ২৭.৫৪ কোটি লিটার বিক্রি হয়ে থাকে।

 

৩. ইম্পেরিয়াল ব্লু

এই তালিকা তিন নম্বর রয়েছে ভারতীয় হুইস্কি ব্র্যান্ড ইম্পেরিয়াল ব্লু (IB)। এটি উৎপাদিত হয় ‘পেরোন্ড রিকার্ড’ কোম্পানি দ্বারা। এই মদ বছরে ২৩.৯৭ কোটি লিটার বিক্রীত।

 

৪. রয়্যাল স্ট্যাগ

এই তালিকা এর পরই রয়েছে ভারতীয় হুইস্কি ব্যান্ড রয়্যাল স্ট্যাগ (RS)। এটিও বিশ্বে বেশি বিক্রীত মদের মধ্যে একটি। এটি বছরে ১৯.৮০ লিটার বিক্রি হয়ে থাকে।

Whisky brand

৫. জাংনী ওয়াকার

এই তালিকা পঞ্চম নম্বরে আছে স্কডল্যান্ডের ডিয়োডিয়া কোম্পানির জাংনি ওয়াকার (Jhonnie Walkar) হুইস্কি ব্রান্ড। এই মদ বছরে বিক্রি হয় ১৬.৫৬ কোটি লিটার।

 

৬. জ্যাক ড্যানিয়েল

এই তালিকার ছয় নম্বরে রয়েছে আমেরিকার হুইস্কি ব্যান্ড জ্যাক ড্যানিয়েলস (Jack Daniel’s)। এটি ‘ব্রাউন ফরম্যান’ কোম্পানি দ্বারা উৎপাদিত। একটি বছরে ১৩ হাজার ৪০০ টি কেস বিক্রি হয়।

 

৭. ওরিজিনাল চয়েস

এই তালিকায় সপ্তম স্থানে রয়েছে ভারতীয় হুইস্কি ব্র্যান্ড ওরিজিনাল চয়েস (Original Choice)। এটি বছরে ১২,৭০০টি কেস বিক্রি হয়।

 

. জিম বীম

এই তালিকা আট নম্বর রয়েছে আমেরিকার সনটোরি কোম্পানির হুইস্কি ব্র্যান্ড জিম বীম (Jim Beam)। এটি গোটা বিশ্বজুড়ে বছরে ১০ হাজার ৪০০ টি কেস বিক্রি হয়।

Whisky brand

. হেওয়ার্ড ফাইন

এই তালিকায় ৯ নম্বরে রয়েছে বিজয় মালিয়ার অধীনে ইউনাইটেড স্পিরিটসের হেওয়ার্ড ফাইন। ভারতীয় এই হুইস্কি ব্যান্ড বছরে ৯,৬০০ কেস বিক্রিত।

 

১০. 8PM

এই তালিকায় এর পরের স্থানেই রয়েছে ভারতীয় ব্র্যান্ড ‘8 পিএম’ (Eight PM)। এই ব্রান্ডের মদ শুধু ভারতেই নয় গোটা বিশ্বে খুব জনপ্রিয়। এটি বছরে ৮,৫০০ কেস বিক্রি হয়ে থাকে।

 

১১. জেমসন

এরপর ১১ নম্বরে রয়েছে আয়ারল্যান্ডের ‘পের্নড রিকার্ড’ কোম্পানির হুইস্কি ব্র্যান্ড জেমসন (Jameson)। এই ব্যান্ডের মদ বছরে ৮,১০০ কেস বিক্রি হয়।    Whisky brand

 

১২. ক্রাউন রয়্যাল

এই তালিকায় ১২ নম্বরে রয়েছে কানাডার ডিয়েডিয়ো কোম্পানি দ্বারা উৎপাদিত ক্রাউন রয়্যাল (Crown Royal)। এই হুইস্কি ব্যান্ডের মদ বছরে 7,900 কেস বিক্রি হয়।

 

১৩. ব্যালানটাইনস

এই তালিকায় ১৩ নম্বরে রয়েছে স্কটল্যান্ড এর ‘পের্নড রিকার্ড’ কোম্পানির হুইস্কি ব্রান্ড ব্যালানটাইনস (Ballantines)। এই হুইস্কি ব্র্যান্ড বছরের শেষে ৭,৭০০ কেস বিক্রীত।

 

১৪. ব্লেন্ডার্স প্রাইড

ভারতীয় হুইস্কি ব্র্যান্ড ‘ব্লেন্ডার্স প্রাইড’ (Blenders Pride) ১৪ নম্বরে রয়েছে। এই হুইস্কি ব্র্যান্ড সারা দেশে খুব জনপ্রিয়। এটি বছরে ৭,৭০০ কেস বিক্রি হয়।

Whisky brand

১৫. ব্যাগপাইপার

‘ব্যাগপাইপার’ এই ভারতীয় হুইস্কি ব্র্যান্ডটি ১৫ নম্বরে রয়েছে। এই হুইস্কি ব্রান্ডটি বছরের শেষে ৬,১০০ কেস বিক্রি হয়।

 

১৬. রয়্যাল চ্যালেঞ্জ

ভারতীয় হুইস্কি ব্র্যান্ড রয়্যাল চ্যালেঞ্জ (RC) বিক্রির দিক দিয়ে ১৬ নম্বরে রয়েছে। এটি বছরে ৫,৫০০ কেস বিক্রি হয়ে থাকে।

 

১৭. ওল্ড টাভর্ন

ভারতীয় হুইস্কি ব্র্যান্ড ‘ওল্ড টাভর্ন’ (Old Tavern) রয়েছে ১৭ নম্বরে। এই মদ সারাবিশ্বে বছরে ৫,৩০০ কেস বিক্রি হয়ে থাকে।

 

১৮. কাকুবিন

এই তালিকায় জাপানের সনটোরী কোম্পানির হুইস্কি ব্যান্ড ‘কাকুবিন’ (Kakubin) ১৮ নম্বরে রয়েছে। সারাবিশ্বে এই হুইস্কি মদ ৫,২০০ কেস বিক্রি হয়।

 

১৯. শিভাস রীগল:-

বিক্রির দিক দিয়ে হুইস্কি ব্যান্ডের স্কটল্যান্ড এর শিভাস রীগল (Chivas Regal) ১৯ নম্বরে রয়েছে। এটি বছরে ৪,৪০০ কেসে বিক্রি হয়ে থাকে।

 

২০. মাল্ট হুইস্কি 

২০ নম্বরে থাকা ভারতীয় ব্র্যান্ডের ‘মাল্ট হুইস্কি’ (Malt Whisky) খুব জনপ্রিয়। এটি বছরে ৪,২০০ কেস বিক্রীত।

Malt whisky

২১. গ্রন্স

স্কটল্যান্ড হুইস্কি ব্র্যান্ড গ্রান্টস’ (Grants) বিক্রির দিক দিয়ে ১ নম্বর স্থান দখল করেছে। এটিও বছর শেষে৪,২০০ বিক্রি হয়।

২২. ডাইরেক্টর স্পেশাল

২২ নম্বরে স্থান দখল করেছে ভারতীয় হুইস্কি ব্র্যান্ড ডাইরেক্টর স্পেশাল (Director Special)। এটিও বছরে ৪,২০০ কেস বিক্রি হয়।

২৩. নিক্কা ব্ল্যাক

এই তালিকায় ২৩ নম্বর হয়েছে জাপানের হুইস্কি ব্র্যান্ড ‘নিক্কা ব্ল্যাক’ (Nikka Black) এই মদ বছরে প্রায় ৩,৪০০ কেস বিক্রি হয়ে থাকে।

Nikka black whisky brand

২৪. উইলিয়াম লসনস

স্কটল্যান্ডের হুইস্কি ব্র্যান্ড ‘উইলিয়াম লসনস’ (William lawsons) বিক্রির দিক দিয়ে ২৪ নম্বরে রয়েছে। বছরে ৩,৩০০ কেস বিক্রি হয়।

 

২৫. দেওয়ারস

স্কটল্যান্ডের হুইস্কি ব্র্যান্ড ‘দেওয়ারস’ (Dewar’s) এই তালকার শেষ অর্থাৎ ২৫ নম্বরে। এটি বছরের শেষে প্রায় ৩,০০০ কেস বিক্রি হয়।