ইলেকট্রিক তারে ঝুলছে স্কুটি! কি করে পৌঁছলো সেখানে? জানা গেল কারণ

ইন্টারনেট (Internet) পরিষেবা আজ জনসমাজকে পুরোপুরি গ্রাস করেছে। মানুষ আষ্টেপিষ্টে জড়িয়ে আছে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোর সঙ্গে। যার জন্য যেকোনো জিনিস ভাইরাল হতে বেশি সময় লাগে না নেট পাড়ায়। সম্প্রতি সময়ে সামাজিক মাধ্যমের (Social Media) পেজগুলো মানুষের খবর আদান-প্রদানের বিশেষ মাধ্যম হয়ে উঠেছে। প্রতিনিয়ত বিভিন্ন রকম প্রতিভা, ফটো ও ভিডিও ভাইরাল (Viral) হয়ে থাকে এই সোশ্যাল মিডিয়ার পাতায়। যার মধ্যে আজকের ভিডিওটি বিশেষ ও অন্যতম, যা আপনাকে অবাক করবে।

এমনই একটি ভিডিও আজকাল টুইটারে (Twiter) ভাইরাল হচ্ছে যা দেখে আপনিও ভাবতে বাধ্য হবেন। সাধারণত বেশিরভাগ মানুষ পার্কিং এলাকায় তাদের গাড়ি পার্কিং করে। জায়গা না থাকলে বেশিরভাগ পার্কিং করা হয় রাস্তার পাশে। কিন্তু আপনি কি কখনও একটি বিল্ডিং-এর ওপরে দুই তারের মাঝখানে স্কুটি রাখতে করাতে দেখেছেন? ভিডিওটিতে দেখা যায়, ঝুলন্ত তারে পার্ক করা রয়েছে একটি স্কুটি (Scooty)।

টুইটারে (Twiter) ভাইরাল হাওয়া ঝুলন্ত স্কুটির ভিডিও দেখে মানুষ বাকরুদ্ধ। প্রশ্ন হল, এত উচ্চতায় কীভাবে স্কুটি পার্ক করা যায়? এটা কিভাবে সম্ভব? যা দেখে অবাক ইন্টারনেট বাসীরা। ভাইরাল ক্লিপটি @swatic12 নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে টুইটারে পোস্ট করা হয়েছে। ভিডিওটি দেখার পর নেটিজেনরা অবাক হওয়ার পাশাপাশি বেশ মজাও নিচ্ছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভিডিওটি (Video) জম্মু ও কাশ্মীরের। রবিবার সন্ধ্যায় তীব্র ঝড়ের সময় বৃহত্তর কৈলাস এলাকায় একটি স্কুটি বৈদ্যুতিক তারে আটকে যায়। মাটি থেকে প্রায় ১৫ ফুট উপরে। মানুষ অবাক হয়ে দেখল কিভাবে একটি স্কুটি দমকা হাওয়ায় এত উঁচুতে পৌঁছে গেল। এই দৃশ্য দেখতে জড়ো হয় গোটা এলাকার মানুষ। পরবর্তীতে ক্রেন ডেকে স্কুটিটি নামানো হয়। অর্থাৎ ঝড়ের কারণেই যে এটা ঘটেছে অবশেষে তা প্রকাশ পেয়েছে। ভিডিওটি এখন পর্যন্ত ১.৬৭ লাখ ভিউয়ার পেয়েছে, এবং ১৬০০ টিরও বেশি লাইক এবং প্রচুর মন্তব্য এসেছে।