ডলারের কাছে হাইভোল্টেজ ঝটকা খেল ভারতীয় রুপি! এই ৫ টি সমস্যার মুখে পড়বে মধ্যবিত্তরা

ডলারের কাছে টাকার মান কমেছে, এই জিনিস গুলোই পকেট খালি হবে সাধারণ মানুষের

ডলারের (Dollars) বিপরীতে টাকা (Ruppes) গত কয়েক মাস ধরেই ওঠানামা করছে। সম্প্রতি, ডলারের বিপরীতে টাকার মান অনেক কমেছে। এখন ডলারের বিপরীতে টাকা ৮০ এর কাছাকাছি। এতে টাকার মান যে অনেক দুর্বল হয়েছে তা স্পষ্ট। এখন ব্যাপার হল ডলার ও টাকায়, (Dollar Vs Ruppes) টাকার মান এত কম হওয়ার কারণ কি? টাকার এই দুর্বল মান মানুষের ওপর কি প্রভাব পড়বে! আসুন জানা যাক,,,

Dollars vs ruppes

বিভিন্ন কারণে টাকার মান কমছে এবং ডলারের চাহিদা বাড়ছে। আন্তর্জাতিক বাজারেরও বিনিয়োগ কারীদের ডলারের দিকে বেশি প্রবণতা দেখা যায়। যার কারণে অন্যান্য মুদ্রার মান অনেক হ্রাস পাচ্ছে, সেই সঙ্গে ভারতীয় মুদ্রার (Indian Ruppes) মানও হ্রাস পেতে শুরু করেছে। তবে এই টাকার মান হ্রাসের পিছনে কয়েকটি জিনিস খুব প্রভাবশালী। আসুন জানি,,,

 

জ্বালানির মূল্য বৃদ্ধি :-

টাকা পতনে সবচেয়ে বেশি প্রভাব পড়বে জ্বালানির মূল্যর উপর। আমাদের দেশের প্রয়োজনিয় জ্বালানির প্রায় ৮০% আমদানি করা হয় বিদেশ থেকে। এক্ষেত্রে ডলার বৃদ্ধির কারণে জ্বালানির দাম টাকার মূল্যে বেশি চুকাতে হবে, যার ফলে জ্বালানির দাম নিজে থেকেই বৃদ্ধি পাবে। যার কারণে সরকারও জ্বালানির দাম বাড়াতে বাধ্য হবে। আর জ্বালানির দাম বাড়া মানে পরিবহন খরচ বৃদ্ধি পাবে।

 

ব্যয়বহুল আমদানি :-

টাকার মান কমার কারণে বিদেশ থেকে আসা জ্বালানি ও অন্যান্য আমদানি কারক দ্রব্যের দাম বাড়বে। যার কারণে সংস্থা গুলিকেও দাম বাড়াতে হচ্ছে। যার ফলে ক্রেতাদের বেশি দাম দিয়ে দ্রব্য ক্রয় করতে হচ্ছে।

 

সুদের হার বৃদ্ধি :-

যখনই টাকার মান কমেছে তখনই মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রনে আনতে রিজার্ভ ব্যাঙ্কে সুদের হার বাড়াতে হয়। এই কারণেই গত কয়েক মাস ধরে RBI ১.৪% সুদের হার বৃদ্ধি করেছে। যার কারণে ঋণগ্রহীতাদের বেশি টাকা চুকাতে হয়েছে।

Ruppes vs dollars

বিদেশ অধ্যয়ন :-

টাকার মান কমার কারণে বিদেশী পড়ুয়াদের ক্ষেত্রে অনেক ব্যয়বহুল। কারণ তাঁদেরকে ডলারের পরিবর্তে টাকা চুকাতে হয়। এক্ষেত্রে পড়ুয়াদের আগের থেকে খরচ বৃদ্ধি পাবে।

 

বিদেশ ভ্রমণ:-

যারা বিদেশ ভ্রমনে অনুরাগী তারা টাকার মান কমার কারণে ঝটকা খাবে। আশানুরূপভাবে, বিদেশে ডলারের পরিবর্তে খাবার, ভ্রমণ প্যাকেজ, বাসস্থান টাকার হিসাবে চুকাতে গিয়ে অনেক খরচ হয়ে পড়বে। এক্ষেত্রে বিদেশ ভ্রমণও বেশি ব্যায়বহুল হবে।