ব্রহ্মপুত্রের নীচে তৈরি হবে দেশের প্রথম Underwater Road- Rail Tunnel, একই সাথে ছুটবে ট্রেন-গাড়ি

ব্রহ্মপুত্র নদের নিচে এমন টানেল তৈরি হবে যেখানে গাড়ি-ট্রেন ছুটবে একই সাথে, এতে ভারত-চীন সীমান্ত পৌঁছান সহজ হবে

ভারত দিনদিন যোগাযোগ মাধ্যমকে ডেভলপিংয়ের দিকে অগ্রগতি। একদিক দিয়ে যেমন মাটি পথকে কেন্দ্র করে সড়ক ও রেলট্রাকের জাল বিছিয়ে দিচ্ছে, অন্যদিক দিয়ে নদী পথকেও কেন্দ্র করে বড় বড় পদক্ষেপ উঠাচ্ছে। সম্প্রতি খবর অনুযায়ী, ‘ব্রহ্মপুত্র নদের’ (Brahmaputra River) নিচে হতে চলেছে দেশের প্রথম ‘Underwater Road-Rail Tunnel’। এই টানেলের জন্য কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব দিয়েছে অসম সরকার।

Brahmaputra Tunnel

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কেন্দ্রের কাছে এই প্রস্তাব জমা দেয়া হয়েছে এবং এর ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন। কেন্দ্র তাদের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে দেখছে এবং এর জন্য খুব শীঘ্রই অনুমোদন দেবে কেন্দ্র সরকার এমনটাই আশা রাখছেন। তিনি জানান এই টানেল করা হবে নগাঁও এলাকা থেকে। নগাঁও এলাকার জামুগুড়ি থেকে কালিবর চা বাগান পর্যন্ত এই টানেলের প্রস্তাব দেওয়া হয়েছে।

 

সূত্রের খবর, এই টানেলের জন্য খরচ হবে প্রায় সাত হাজার কোটি টাকা। এই পরিকল্পনায় সড়ক ও রেল দুই ধরনের ট্রাক থাকবে। আশাকরা হচ্ছে, যদি সব ঠিকঠাক থাকে কাজ শুরুর আড়াই বছরের মধ্যে এর বাস্তবায়ন রূপ নেবে। জানানো হচ্ছে এই টানেল তৈরি হবে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ। এই প্রকল্প নির্মিত হবে কেন্দ্রীয় রেলমন্ত্রক ও সড়কমন্ত্রক দ্বারা।

 

পরিকল্পনার নকশা অনুযায়ী এখানে সমান্তরাল ভাবে তিনটি টানেল থাকবে। যার মধ্যে একটি সড়কট্রাক, একটি রেলট্রাক ও আরেকটি এমারজেন্সিট্রাক। এই টানেল চালু হলে অসম, অরুণাচল প্রদেশ এবং তাওয়াং এর সঙ্গে যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে। অসম সরকার জানিয়েছে, এই প্রস্তাব অস্বীকার করেনি কেন্দ্র সরকার, তবে চূড়ান্ত অনুমোদনের আগে সবকিছু খুঁটিয়ে দেখে নিতে চাইছে।

Brahmaputra tunnel

এই টানেল হলে অসমের ৫৪ নং এবং ৩৭ নং জাতীয় সড়কের যোগাযোগ আরো সহজ হয়ে যাবে। বলা হচ্ছে, এই বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে নির্মাণ চালু হতে পারে। আমরা আপনাকে বলি, এই টানেলের কাছেই অরুণাচল প্রদেশ ও চীনের সীমান্ত। যেকোনো সময় চীনের লালসেনা ভারত ভূখণ্ডে খাঁটি গাড়ছে। এখানে চীন Taihu Lake-এর নিচে আন্ডার ওয়াটার টানেল বানিয়েছে। ভারতের এই টানেল তৈরি হলে সেখানে খুব সহজেই সেনা পৌঁছাতে পারবে। ভারতের এই টানেল হবে খুব দীর্ঘ এবং এটিই দেশের প্রথম ‘Underwater Road-Rail Tunnel’।