RBI-র সিদ্ধান্তের পর বড় পদক্ষেপ নিল এই ব্যাঙ্ক, বাড়ল সুদের হার

টাকা পয়সা জমানোর জন্য সবথেকে সুরক্ষিত এবং নিরাপদ স্থান হল ব্যাঙ্ক এবং পোস্ট অফিস। এখানে আপনি নির্ভয়ে আপনার গচ্ছিত সম্পদ জমা রাখতে পারেন। শুধু গচ্ছিত রাখাই নয়, সেইসঙ্গে পেয়ে যাবেন সুদও। তবে বিভিন্ন ব্যাঙ্কে সুদের পরিমাণ বিভিন্ন বিভিন্ন থাকে। তবে এবার গ্রাহকদের জন্য এক দারুণ অফার নিয়ে এসেছে DCB ব্যাঙ্ক।

সাধারণত ফিক্স ডিপোজিটের ক্ষেত্রে ব্যাঙ্কগুলোতে সুদের হার থাকে ৫-৬ শতাংশের মধ্যে। তবে রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) তরফ থেকে রেপো রেট বাড়ানোর পর থেকে সমস্ত ব্যাংকই তাঁদের সুদের হারে কিছু পরিবর্তন করেছে। এই তালিকায় না রয়েছে DCB ব্যাঙ্কের। যেখানে সাধারণ গ্রাহকদের দেওয়া হচ্ছে ৮ শতাংশ সুদ এবং প্রবীণ নাগরিকদের দেওয়া হচ্ছে ৮.২৫ শতাংশ সুদ।

img 20221208 134012

জানিয়ে রাখি, গত ১ লা ডিসেম্বর ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, সুদের হার বেশি থাকার জন্য, গ্রাহকরা সময় শেষে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। ৩৬ মাসের জন্য ১ লক্ষ টাকার স্থায়ী আমানত করলে সুদ হিসাবে ২৭৭৬০ টাকা পাওয়া যাবে। তবে এই সুদ শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য এবং সেইসঙ্গে ৭০০ দিনের বেশি এবং ৩৬ মাসের কম সময়ের জন্য দেওয়া হচ্ছে। তবে এই ব্যাঙ্ক কিন্তু আপনাকে সবথেকে অন্যান্য সব ব্যাঙ্কের তুলনায় বেশি সুদ দিচ্ছে।

img 20221208 134144

জানা গিয়েছে, আগে একরকম থাকলেও রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পর থেকে ই পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। ররণের হার MCLR ০.২৭% বৃদ্ধি পাওয়ার ফলে ১ বছরের MCLR রেট ৯.৯৬% থেকে বেড়ে ১০.২৩% হয়েছে। সেইসঙ্গে সুদের হার বেড়েছে ৩ মাস এবং ৬ মাসের ক্ষেত্রেও। এরপর ফলে ভবিষ্যতে এই ব্যাঙ্কের বিনিয়োগ আরও বাড়তে চলেছে।