একসময় ছিলেন দর্শকদের প্রিয় তারকা, আজকাল গ্ল্যামার ইন্ডাস্ট্রি-স্টারডম থেকে দূরে কাটাচ্ছেন জীবন

৯ জন বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রির লোক যারা বিদায় জানিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রিকে

বলিউড(Bollywood) ও টেলিভিশন ইন্ডাস্ট্রি (Television Industry) হচ্ছে এমন ইন্ডাস্ট্রি যেখানে রয়েছে বিভিন্ন ট্যালেন্টেড অভিনেতা ও অভিনেত্রীদের মেলা। এই ইন্ডাস্ট্রি গুলিতে প্রায় নিত্য-নতুন ট্যালেন্টের আগমন ঘটতে থাকে এবং এই নতুন ট্যালেন্টরাই হয়ে ওঠে বলিউড (Bollywood) ও টেলিভিশন ইন্ডাস্ট্রির (Television Industry) সবচেয়ে জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী (Actor-Actress)। তবে ইন্ডাস্ট্রিতে যেমন নতুন ট্যালেন্ট সুযোগ পায় তেমন অনেক ক্ষেত্রে দেখা যায় যারা একসময় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রাণ ছিল তারা ইন্ডাস্ট্রি থেকে লুপ্ত হয়ে যায়।

এরকম অনেক উদাহরণ এই বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে রয়েছে। অর্থাৎ যেই সব অভিনেতা-অভিনেত্রীরা (Actor-Actress) এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ট্যালেন্টেড অভিনেতা-অভিনেত্রী হিসেবে পরিচিত আজ তাদের কোনো ফিল্মে দেখতে পাওয়া যায় না। সেইসব ট্যালেন্টেড অভিনেতা-অভিনেত্রীরা বলিউডকে জানিয়ে দিয়েছে বিদায়। আজ আমরা আমাদের আর্টিকেলে এমন কয়েকজন বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রির সেলিব্রিটিদের বিষয় আলোচনা করবো যারা একসময় ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পেলেও এখন ইন্ডাস্ট্রি থেকে বিলুপ্ত হয়ে গেছে। আসুন দেখেনি তালিকাটি।

১) সানা খান: সানা খান বলিউড, তামিল ও তেলেগু ফিল্মের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। কিন্তু ২০২০ সালে ঘোষণা করেন যে ইসলাম ধর্ম বা মানব সেবা করার জন্য তিনি এই ইন্ডাস্ট্রি ত্যাগ করছেন। তবে ইন্ডাস্ট্রিকে বিদায় জানালেও তার ফ্যান ফলোয়িংযে কোনো ঘাটতি হয়নি। এখনো তার যথেষ্ট ফললোয়ার্স রয়েছে ও সানা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন আর নিজের ফটো ভিডিও শেয়ার করতে থাকেন।

Sana khan

 

২) ময়ূরী কঙ্গো: ইনি মহেশ ভাটের ‘পাপ কাহেতে হে’ ফিল্মের মাধ্যমে বলিউডে আগমন ঘটিয়েছিলেন। আর এই ফিল্মের পরও বেশ কয়েকটি ফিল্মে কাজ করেছিলেন। তবে সেরকম জনপ্রিয়তা না পাওয়া তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে দেন এবং এখন তিনি গুগাল ইন্ডিয়ায় কর্মরত রয়েছেন।

Mayuri kanga

৩) ইমরান খান: ইনি বলিউডের পার্ফেক্টশনিস্ট আমির খানের ভাগ্নে। ইনি ৫ বছর বয়সে তার মামার ডেবিউ ফিল্ম ‘কায়ামাত সে কায়ামাত’ ফিল্মে চাইল্ড আর্টিস্ট রূপে আগমন ঘটিয়েছিলেন ও বড় হওয়ার পর তিনি ‘জানে টু য়া জানে না’ ফিল্মের মুখ্য চরিত্রে অভিনয় করে বলিউডে আগমন করেছিলেন। তারপর ২০১৫ সাল পর্যন্ত বলিউডের অনেক ফিল্মে কাজ করলেও সেই ফিল্ম গুলি সেরকম জনপ্রিয়তা না পাওয়ায় তিনি বলিউডকে বিদায় জানিয়ে দিয়েছেন।

Imran Khan

৪) জায়রা ওয়াসিম: বলিউডে দঙ্গল সিনেমায় চাইল্ড অভিনেত্রী হিসেবে আগমন ঘটিয়েছিলেন ও জনপ্রিয়তাও পেয়েছিলেন। এরপর সিকরেট সুপারস্টার ফিল্মেও কাজের সুযোগ পেয়েছিলেন জায়রা। আর সিকরেট সুপারস্টার ফিল্মটিও হিট করেছিল। কিন্তু তারপর থেকে সেরকম কাজের সুযোগ পাননি জায়রা তাই বলা যেতে পারে তিনিও বিলিউ থেকে বিলুপ্ত হয়ে গেছেন।

Zaira Wasim

৫) স্বেতা কাসোয়ানি: টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিনেত্রী স্বেতা সিরিয়াল ‘কাহানি ঘর ঘর কি’ থেকে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু এই সিরিয়ালের পর সেরকম কাজ না পাওয়ায়ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে দিয়েছিলেন স্বেতা। আজ তিনি বিয়ে করে আমেরিকায় শিফ্ট করে গেছেন।

Sweta keswani

৬) সমেয়া শেঠ: সিরিয়ায় নব্য সিরিয়ালের মাধ্যমে দুর্দান্ত জনপ্রিয়তা পেয়েছিলেন নব্য। কিন্তু এই সিরিয়ালের পর সেরকম কোনো কাজ না পাওয়ায় ইন্ডাস্ট্রি থেকে আজ বিলুপ্ত হয়ে গেছেন সমেয়া।

Saumeya seth

৭) অনস রশিদ: ‘দিয়া অর বাতি হাম’ সিরিয়ালের মাধ্যমে দুর্দান্ত জনপ্রিয়তা পাওয়া অনস এই সিরিয়ালের পর সেরকম কাজ না পাওয়ায় টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে দিয়েছেন। এখন অনস চাষাবাসের কাজ করছেন নিজের গ্রামে ও সোশ্যাল মিডিয়ায় অনেক সক্রিয় থাকেন তিনি।

Anash rashid

৮) মাহেতা কুমারী: টেলিভিশন অভিনেত্রী নিজের কেরিয়ারে অনেক সিরিয়াল ও রিয়্যালিটি শো-তে কাজ করেছেন। তার লাস্ট সিরিয়াল ছিল ‘ইয়ে রিশতা ক্যা কাহেলাতা হে’ এই সিরিয়ালের মাধ্যমে তিনি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু এরপর তিনি বিয়ে করে দেরাদুনে শিফ্ট করে যান। সম্প্রতি তিনি সন্তানের মা হয়েছেন ও টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে দিয়েছেন।

Moheta kumari

৯) রুচা হাসবানিস জাগদালে: ইনি সিরিয়ায় ‘সাথ নিভানা সাথিয়া’ থেকে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে ছিলেন। কিন্তু তিনি মাঝপথে সিরিয়াল চেয়ে এক বিজনেস ম্যানকে বিয়ে করে নেন ও টেলিভিশন ইন্ডাস্ট্রিকে বিদায় জানিয়ে দেন।

Rucha haswani