কর্ম সংকটের আবহে বিরাট ঘোষণা টাটার, ফ্রেশার নিযুক্ত করা হবে প্রায় ৪০ হাজার!

কর্ম সংকটের মধ্যে আশার আলো দেখাল TCS (Tata Consultancy Services)। একদিকে যখন বিশ্বজুড়ে চাকরী হারিয়েছেন হাজার হাজার কর্মী, তখন অন্যদিকে কাজের যোগান দিচ্ছেন টাটা সংস্থা, দিচ্ছে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ। যার ফলে উৎসবের আবহ তৈরি হয়েছে চারিপাশে।

গত বুধবার TCS-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, চলতি অর্থবর্ষে কর্মক্ষেত্রে সবথেকে বেশি সংখ্যক কর্মী নিযুক্ত করার পর, আগামী দিনে ৪০ হাজার ফ্রেশার নিয়োগ করতে চলেছে এই সংস্থা। যার ফলে কর্মসংস্থানের সুযোগ পাবেন বহু মানুষ। তবে ক্যাম্পাসিং নাকি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে তা জানা না গেলেও, ফ্রেশারদের চাকরি দেওয়ার বিষয়টা জানা গিয়েছে।

img 20230418 174549

রিপোর্ট বলছে, গত বছর ২২ হাজারেরও বেশ কর্মী TCS-এ চাকরি পেয়েছেন। যার পরবর্তীতে টাটা গ্রুপের কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ৬,১৪,৭৯৫ জন। যার মধ্যে ১৫০ টি দেশের কর্মী থাকার পাশাপাশি ৩৫.৭ শতাংশ রয়েছেন মহিলা কর্মী। আর এই বছর সেই বেড়ে দাঁড়াতে চলেছে ৪০ হাজারে। যার ফলে প্রায় দ্বিগুণ সংখ্যক নতুন কর্মী নিয়োগ করতে চলেছে টাটা গ্রুপ।

img 20230418 174605

তবে এরই মধ্যে জানা গিয়েছিল, ২০২৪ সালে প্রায় দেড় লক্ষ কর্মী নিয়োগ করতে চলেছে টাটা গ্রুপ। একদিকে যখন বেশিরভাগ সংস্থা তাঁদের কর্মীদের ছাঁটাই করার কাজে ব্যস্ত রয়েছে, তখন সেইসময়ে হাজার হাজার কর্মী নিয়োগের সুসংবাদ দিচ্ছে টাটা গ্রুপ। শুধু তাই নয়, সেইসঙ্গে নেওয়া হচ্ছে নতুন নতুন কর্মীদেরও। যার ফলে এই দুর্দিনেও কাজের সন্ধান পেলেন একাধিক কর্মচারী।