১৮ বছরের কঠোর প্রতিজ্ঞা ভেঙে পর্দায় প্রথম বার চুম্বন তামান্না’র! জানেন কার জন্য?

দীর্ঘ বছরের কর্মজীবনে একাধিক সুপারহিট চলচ্চিত্রে দেখা গেছে এই মুখ। দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি সৌন্দর্য দিয়েও অনেক প্রশংসা কুরিয়েছেন তিনি। এক চেটিয়া দক্ষিণ ইন্ডাস্ট্রিতে (South Industry) কাজ করার পর, পা বাড়িয়ে ছিলেন বলিউডে (Bollywood)। সেখানেও তিনি তৈরি করেছেন তার আলাদা পরিচয়। তবে, প্রায় দু’দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পর্দায় কখনও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamanaah Bhatia)।

kissing moment

সম্প্রতি মুক্তি পাওয়া ‘লাস্ট স্টোরিজ় ২’-এর ট্রেলারে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গিয়েছে তামান্না’কে। এবার এই দৃশ্য দেখার পর প্রশ্ন উঠছে, তবে কি এত বছরের শপথ ভাঙলেন তমন্না? অভিনেত্রী রাজামৌলি’র ‘বাহুবলি’র অবন্তিকা চরিত্রে অভিনয় করার জন্য বেশি জনপ্রিয়। তিনি ছবিতে স্বাক্ষর করার সময় একটি কঠোর নো-চুম্বন নীতির অধিকারী। দক্ষিণের সবচেয়ে বড় অভিনেত্রীদের একজন হওয়া সত্ত্বেও, ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বহু বছর ধরে তার নিয়ম সম্পর্কে কঠোর।

 tamannaah bhatia 

১৮ বছরের ক্যারিয়ারে, তামান্নাহ কখনও কোনও চলচ্চিত্রের জন্য কোনও সহ-অভিনেতাকে চুম্বন করেননি। যাইহোক, এবার তিনি তার নিয়ম কিছুটা বাঁকানোর জন্য প্রস্তুত। বাঙালি পরিচালক সুজয় ঘোষে’র লাস্ট স্টোরিজ় ২’-এ অভিনয় করেছেন তমন্না। তার বিপরীতে রয়েছেন বলিউড অভিনেতা বিজয় বর্মা (Bijoy Barma)। যদিও বিজয়, তামান্নার প্রেমিক হিসেবে চর্চিত। এই সিরিজ়ের প্রচার ঝলকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে বিজয় ও তামান্নাকে। এই ছবি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

tammanna bhatia,

এবার এই দৃশ্য নিয়ে মুখ খুললেন তমন্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘লাস্ট স্টোরিজ় ২’-এর জন্যই প্রথম বার নিজের প্রতিজ্ঞা ভেঙেছেন তিনি। তমন্না বলেন, ‘আমি আমার এত বছরে কর্মজীবনে কখনও কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করিনি। আমি হচ্ছি সেই দর্শকদের একজন যারা পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখলে গুটিয়ে যায়। এবং আমার মনে হয় আমি এটা কখনোই করব না’।

এত দিন তিনি এই সিদ্ধান্তেই স্থির ছিলাম যে পর্দায় কোনও চুম্বনদৃশ্যে অভিনয় করবেন না। তবে ‘লাস্ট স্টোরিজ় ২’-এর জন্য সেই শপথ ভেঙেছেন অভিনেত্রী। বিজয়ের জন্য নিজের ১৮ বছরের প্রতিজ্ঞা ভেঙেছেন কি না, সে বিষয়টা যদিও স্পষ্ট না। তবে, বিজয়ের জন্যই যে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা সহজ হয়েছে তমন্নার ক্ষেত্রে, সেটা পরিষ্কার।