চলচ্চিত্র জগতে একমাত্র পরিচালক এস এস রাজমৌলি, যার কোন ছবি ২১ বছরে একটাও ফ্লপ হয়নি

গত মাসে ২৫ শে মার্চ বিগস্ক্রিনে মাস্টারব্লাস্টার মুভি ‘RRR’ মুক্তি পেয়েছে। সুপারহিট এই ছবিটির সাথে ছবিটির গানগুলোও দর্শকদের মন কেড়েছে।ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর (Junior NTR), রামচরণ (Ram Charan), আলিয়া ভাট (Alia Bhatt), অজয় দেবগন (Ajay Devgan). ছবিটির পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক এস.এস. রাজামৌলি (SS . Rajmouli). আজ সুপারহিট এই পরিচালকের ব্যাপারে কিছু তথ্য আপনাদের দেব।

আরআরআর (RRR) ছবির ব্যপক সাফল্যের পর রাজমৌলি ক্যামেরার লাইমলাইটে চলে এসেছেন। আপনাদের জানিয়ে রাখি , তিনি এখনও পর্যন্ত যে ক’টি ছবি বানিয়েছেন, প্রত্যেকটি ছবি সুপারহিট হয়েছে। দেখতে দেখতে তাঁর সিনেমা জগতের ক্যারিয়ার ২১ বছর হয়ে গেল। কিন্তু বিশেষত্ব হল, যে তাঁর কোনও ছবিই আজপর্যন্ত ফ্লপ হয়নি। তাঁর পরিচালিত ছবিগুলি বরাবরই দর্শকদের মন জয় করেছে। এস. এস. রাজামৌলি তার এই কাজকর্মের নিপুনতা উত্তরাধিকারসূত্রে পেয়েছেন।

তাঁর বাবা এ.ভি.বিজয়েন্দ্র প্রসাদও ছিলেন একজন বড় মাপের পরিচালক ও লেখক। তিনি বেশকিছু ব্লকবাস্টার ছবি লিখেছেন। তার মধ্যে হলো ‘ বাহুবলী ‘, ‘ মাগধীর ‘, ‘ মণিকর্ণিকা ‘, ‘ বজরঙ্গি ভাইজান ‘ এবং ‘ থালাইভির ‘ প্রমুখ। রাজমৌলি তার ক্যারিয়ার শুরু করেছিলেন ‘ স্টুডেন্ট নম্বর 1’ দিয়ে। ছবিটি দারুণ ভাবে সুপারহিট হয়েছিল।

এই ছবিটির পর রাজামৌলি ব্যাক টু ব্যাক অনেক ছবি দর্শকদের উপহার দেন। তিনি একটার পর একটা সুপারহিট ছবি বানিয়েছেন। তার মধ্যে হলো, ‘ সিংহদ্রি, সাই, ছত্রপতি, মাগধীরা, মরিয়দা রামান্না এবং ইগার ‘ প্রমুখ। তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে, তাঁর ক্যারিয়ার শুরু করলেও বলিউডেও তিনি এখন যথেষ্ট জনপ্রিয়। তার কাজ করার কৌশল এবং কল্পনা সম্পূর্ণ আলাদা ও প্রখর। তিনি বড় বাজেটের ছবি করে থাকেন যেমন, তেমনই ওই ছবির জন্য প্রচুর পরিশ্রম করে থাকেন। তাই তিনি আজ তাঁর ক্যারিয়ারে যথেষ্ট সফল এবং জনপ্রিয়।