কত টাকার মালিক সৌরভ গাঙ্গুলি, মহারাজের সম্পত্তির পরিমাণ জানলে চমকে উঠবেন

সৌরভ গাঙ্গুলির সম্পত্তির পরিমাণ

সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) আলাদা ভাবে পরিচয় করিয়ে দেওয়ার দরকার পড়ে না। এই ক্রিকেটার ভারতকে এনে দিয়েছে ৭৬টি ওডিআই ট্রফি। তাঁর হাত ধরেই ভারত ২১টি টেস্ট সিরিজ জিতেছে। এ বছর তিনি ৫১ বছরে পা রাখলেন। ভক্তরা এই প্রিয় ক্রিকেট তারকার জন্মদিন পালন করলেন। তবে জানেন কি, মহারাজের বর্তমান আয় কত? তাঁর সম্পত্তির পরিমানই বা কি? এই সব প্রতিবেদন থেকে জেনে নিন।

 

প্রসঙ্গত, অনেকদিন আগেই তিনি মাঠে খেলা ছেড়েছেন। তবে বাঁহাতি এই ব্যাটসম্যানকে আরো মনে রেখেছেন মানুষ। বলা যায়, তিনি ভারতের সফলতম টেস্ট অধিনায়ক। অনেকে তাঁকে প্রিন্স অব কলকাতা (Prince Of Kolkata) বলেও জানান। তাঁর নেতৃত্বেই ভারত ২০০৩ সালে বিশ্বকাপের ফাইনালে পর্যন্ত পৌঁছেছিল। একসময় বিসিসিআই এর সভাপতিও ছিলেন।

 

তবে ক্রিকেট থেকে অবসর নিলেও, আজও নানা ক্ষেত্র থেকে তিনি উপার্জন করে থাকেন। এখনো তাঁর বার্ষিক আয় ৭০ কোটি টাকা। বর্তমানে তাঁর যা আয়, তা অনেক ক্রিকেটারকে পিছনে ফেলবে। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দাদা বিজ্ঞাপন ও কমেন্ট্রি থেকে উপার্জন করে থাকেন। প্রতি বছর তিনি পুমার থেকে ১.৩৫ কোটি এবং ডিটিডিসির বিজ্ঞাপন থেকে এক কোটি টাকা নিয়ে থাকেন।

&nbsp

;

Knowledge.com তাদের ওয়েবসাইটে একটি তথ্য শেয়ার করেছে। যেখানে বলা হচ্ছে, মহারাজের মোট সম্পত্তির পরিমান প্রায় ৭০০ কোটি টাকা। বর্তমানে তাঁর মাসিক আয় ৮ কোটি টাকার মতো। তাঁকে এখনো জেএসডব্লিউ সিমেন্ট, অজান্তা সুস, মাই সার্কেল ১১, সেনকো গোল্ড ইত্যাদি কোম্পানি বিজ্ঞাপনে দেখা যায়। তাঁর কাছে রয়েছে দামি গাড়ি, যার মধ্যে বিএমডব্লিউ, মার্সিডিজ রয়েছে। এছাড়া বেহালাতে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে।