নেহরু জ্যাকেট, টুপি মাথায় দেখতে পাওয়া এই বাচ্চা মেয়েটি বলিউডের প্রথম সুপারস্টার, নিতেন সর্বোচ্চ পারিশ্রমিক! নাম বলতে পারা চ্যালেঞ্জের

দেশের পূর্ব প্রধানমন্ত্রী প্রয়াত জওহরলাল নেহেরুর (Late pm jawaharlal nehru) মতো সেজে থাকা বাচ্চাটির ছবি দেখে আপনি কী চিনতে পারছেন এই বাচ্চা মেয়েটি কে? কী পারছেন না? তবে জানিয়ে ইনি বলিউডের একজন টপ অভিনেত্রী (Bollywood actress) হিসেবে পরিচিত। তিনি তার অভিনয়ের পাশাপাশি তার রূপের জন্য বিখ্যাত। তার রূপের ও অভিনয়ের দ্বারা তিনি কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন। একটা এমন সময় ছিল যখন তার নামেই ফিল্ম হিট হয়ে যেত। এছাড়া ইনি ছোটবেলা চাইল্ড অভিনেত্রী (child actress) হিসেবেও অনেক ফিল্মে বড় বড় স্টারদের সাথে কাজ করেছিলেন। তিনি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম মহিলা সুপারস্টার (first woman superstar of Bollywood) হিসাবে পরিচিত। তবে জানিয়ে দি এই বাচ্চাটি বর্তমানে পরলোক গমন করেছেন অর্থাৎ বেঁচে নেই। তবে ইনি নিজের কাজের মাধ্যমে মানুষের মনে আজও বেঁচে আছেন। এই বাচ্চা মেয়েটির বড় মেয়ে বর্তমানে বলিউডের নাম করা অভিনেত্রী ও ছোট মেয়ে বলিউডে সবেমাত্র ডেবিউ করেছে।
https://www.facebook.com/photo.php?fbid=683031396519446&set=a.592880828867837&type=3&flite=scwspnss
উপরের এতগুলি ক্লুয়ের পরও যদি আপনি এই বাচ্চা মেয়েটিকে চিনতে পেরে না থাকেন তবে জানিয়ে দি এই বাচ্চা মেয়েটি হলো বলিউডের প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী (late sridevi) । শ্রীদেবীর (Late sridevi) জন্ম ১৩ই আগস্ট ১৯৬৩ সালে হয়েছিল। তিনি তার কেরিয়ারে হিন্দি, মালায়লাম, তামিল, তেলেগু ও কন্নড় ফিল্মে কাজ করেছেন। শ্রীদেবী তার কাজ বা অভিনয়ের জন্য ৫ টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। ১৯৮০ থেকে ১৯৯০ দশক পর্যন্ত শ্রীদেবী বলিউডের হাইপেড অভিনেত্রীদের মধ্যে এক নম্বর স্থানে ছিলেন। ২০১৩ সালে ভারত সরকার প্রয়াত শ্রীদেবীকে পদ্মশ্রী সম্মান দ্বারা সম্মানিত করেছিলেন।
জানিয়ে দি ১৯৮৫ সালে ফিল্ম জুলির মাধ্যমে তিনি চাইল্ড অভিনেত্রী হিসেবে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন। তবে শ্রীদেবীর কেরিয়ারের প্রথম ফিল্ম ছিল তামিল ফিল্ম যার নাম ছিল মুনড্রু মোদিচু । এরপর ১৯৭৯ সালে বলিউডে সোলভা সাবান নামক ফিল্মে ডেবিউ করেছিলেন তিনি। তবে জনপ্রিয়তা তিনি ১৯৮৩ সালে আসা ফিল্ম হিম্মতওয়ালা থেকে পেয়েছিলেন। এরপর তিনি নিজের কেরিয়ারে একের পর এক হিট ফিল্মে কাজ করেছিলেন। শ্রীদেবীর কয়েকটি বলিউডের জনপ্রিয় ফিল্ম হলো জুদাই, নাগিনা, ইংলিশ ভিংলিশ, লাডলা, মিস্টার ইন্ডিয়া, মাওয়ালি , হিম্মতওয়ালা ইত্যাদি। শ্রীদেবী মোট ৬৩ টি হিন্দি ফিল্ম, ৬২ তেলেগু, ৫৮ তামিল ও ২১ টি মালায়লাম বা কন্নড় ফিল্ম করেছেন। অনেক জনপ্রিয় ফিল্মে কাজ করার পর শ্রীদেবী প্রোডিউসার বনি কাপুরকে বিয়ে করে তার দুই সন্তান জানভি কাপুর ও খুশি কাপুরের সঙ্গে সুখে সংসার করছিলেন।
পরে আবার বলিউডে ইংলিশ ভিংলিশ ও মম ফিল্মের মাধ্যমে কাম ব্যাক করেছিলেন ও আগের মতোই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু হটাৎ একদিন ২০১৮ সালে হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটেছিল শ্রীদেবীর। শ্রীদেবীর মেয়ে জানভি কাপুর বর্তমানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও খুশি কাপুর বলিউডে তার ডেবিউ করেছে।