পর্যটকদের জন্য দুর্দান্ত সুখবর! এবার শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে যাবেন আরো সহজে, জানুন বিস্তারিত
শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে যাবেন আরো সহজে

ভ্রমণ (Travel) করতে কে না ভালোবাসে। তবে সবারই এতটা আর্থিক পরিস্থিতি (Financial Position) স্বচ্ছলতা থাকে না, যে বিদেশে ভ্রমণ (International Travel) করার। তবে দেশের মধ্যে তো ভ্রমণ করাই যায়। যারা পশ্চিমবঙ্গে থাকেন তাদের জন্য নতুন এক উদ্যোগ নিয়ে আসা হলো সরকারের তরফ থেকে। যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আজই এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।
আগে গ্যাংটক (Gangtok) যেতে হলে তার পরিবহন ব্যবস্থা অনেক লম্বা ছিল। শিলিগুড়ি (Siliguri) থেকে সিকিম যেতে হলে পুরনো সেতু রংপো নদীর উপর দিয়ে যাওয়া আসা করা হতো। তবে এখানে যাওয়া-আসা তাও অতটা সহজসাধ্য ছিল না মানুষের জন্য। তার উপর যদি ধ্বস নামতো বা কোন রকম প্রাকৃতিক বিপর্যয় সম্মুখীন হত, তাহলে সাধারণ মানুষ বা যারা পর্যটক (Tourist) হিসেবে যেতেন তাদের কেও,
অনেকটাই সমস্যার মুখে দাঁড়াতে হতো। যদিও অনেকে ভাবতেন যে তারা সেই সেতুর ওপর দিয়ে যাবেন না, অন্য কোন ঘুড় পথ দিয়ে যাতায়াত করবেন, সেই ক্ষেত্রেও সময় আরও অনেক গুণ বেশি লাগতো। তবে এই সমস্যা সমাধানের জন্যই সরকারের তরফ থেকে বিকল্প সেতুর ব্যবস্থা করা হয়েছে। এরপর ২০১৭ সাল নাগাদ সেতু তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু মাঝখানে বিপত্তি ঘটে যায়,
হঠাৎ করে আগমনের কোভিড 19 এর জন্য সেতুর কাজ বন্ধ হয়ে যায়। তবে চলতি বছরে পরিস্থিতি স্বাভাবিক হতেই সেতুর সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। আপনাদের এটাও জানিয়ে রাখি এই সেতুর জন্য খরচ হয়েছে ১৩৩.৪৯ কোটি টাকা। সেতুটি খুবই আধুনিকভাবে তৈরি করা হয়েছে এবং রয়েছে উন্নত প্রযুক্তি। যেহেতু এই অঞ্চলের ভূমিকম্পের প্রভাব বেশি থাকে। সেই কারণে রেখটার স্কেলে ৮ থেকে ৯ মাত্রায় ভূমিকম্পটি সহ্য করতে পারে, সে রকম ভাবেই তৈরি করা হয়েছে। সেতুটির নাম দেওয়া হয়েছে অটল বিহারী বাজপেয়ো। এছাড়াও এই সেতুটি Rangpo IBM নামেও পরিচিত। এই মাসের ৪ তারিখে সেতুটি উদ্বোধন করেছেন নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্ম।