বাম্পার রিটার্ন! মাত্র ১৮ হাজার টাকা বিনিয়োগকারী হয়েছেন কোটিপতি, রিটার্ন মিলেছে ৫৮,৬০০ শতাংশ

১৮ হাজার টাকা বিনিয়োগ করে কোটিপতি

বিশ্বের বৃহত্তম কৃষি রাসায়নিক কোম্পানি লিমিটেড ইউপিএল (UPL) ভারতেও (India) একটি রয়েছে। এই কোম্পানি গত দু দশক করে তার বিনিয়োগকারীদের খুব ভালো রিটার্ন দিয়েছে এবং বিনিয়োগকারীদের (Investors) কোটি কোটি টাকা মুনাফা দিয়েছে। এই স্টকে যদি কোন বিনিয়োগকারী ধৈর্য ধরে দীর্ঘমেয়াদী হারে বিনিয়োগ করে থাকেন। তাহলে সেই ব্যক্তি কয়েক হাজার কোটির মালিক হতে পারবেন।

share market

২০ বছর আগে প্রথমবার এনএসইতে লেনদেন শুরু করা হয়েছিল মাত্র ১.২০ টাকা দিয়ে কার্যকারী মূল্য হিসাবে। এরপর যতদিন গেছে তত দাম বেড়েছে। এখন এই শেয়ারের (Share) দাম বেড়েছে ৫৮.৬১২.৫০ শতাংশ। যদি কোন ব্যক্তি ২০ বছর আগে UPL লিমিটেডর শেয়ার কিনে থাকেন, তাহলে তাঁর ১ কোটি টাকায় দাঁড়াবে।

যদি কোন ব্যক্তি সেই সময় ১৮ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে তার সেই ১৮ হাজার টাকা মূল্যে বেড়ে গিয়ে ১ কোটি ৫ লক্ষ টাকা হয়ে যাবে। তবে আপনাদের যদি সাম্প্রতিককালের পারফরম্যানসের কথা বলি, তাহলে জেনে রাখুন চলতি বছরে ১৬ ই সেপ্টেম্বর অব্দি এনএসইতে বন্ধ হয়েছে ৭০৪.৫৫ টাকার।

stock

গত এক মাসে এই শেয়ারের দাম কমেছে ১০.৮৭ শতাংশ। বিগত এক বছরে এর দাম কমেছে ৫ শতাংশ। আর বিগত ৫ বছরে বিনিয়োগকারীদের এই শেয়ার রিটার্ন (Return) দিয়েছে ৩১ শতাংশ।

(ডিসক্লেইমর – এখানে শুধুমাত্র স্টকের পারফরম্যান্স দেওয়া হয়েছে। এটি কিন্তু কোন পরামর্শ নয় বিনিয়োগের। তাই স্টক মার্কেটে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করার আগে অবশ্যই উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে নেবেন।)

stock market