এপ্রিল থেকেই জারী নতুন নিয়ম, পোস্ট অফিসে প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে এই ধামাকাদার অফার

বাংলার নতুন বছর শুরু হওয়ার আগেই সুখবর পেলেন প্রবীণ নাগরিকরা (Senior Citizen)। বেশ কিছু বদল আনার সঙ্গে সঙ্গে ১ লা এপ্রিল থেকেই পোস্ট অফিসে এল একাধিক আর্থিক পরিবর্তন। সেক্ষেত্রে দেখা গেল প্রবীণরা পাচ্ছেন, বেশকিছু সুবিধা। যার ফলে নতুন বছর শুরু হতে না হতেই মুখে হাসি ফুটল প্রবীণ নাগরিকদের।

বদল আনা হয়েছে ক্ষুদ্র সঞ্চয় সুদের হারে। যার ফলে অনেক বেশি সুদ পাবেন বহু বিনিয়োগকারী। এখানেই শেষ নয়, প্রবীণ নাগরিকরা পাবেন দ্বিগুণ সুদ। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার বৃদ্ধি করার ফলে, এবার থেকে Senior Citizens Saving Scheme-র নাগরিকরা অনেক বেশি সুদ পেতে পারবেন।

img 20230410 202403

সেইসঙ্গে এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। যার ফলে প্রবীণ নাগরিকদের এই বেশি পরিমাণ সুদ দেওয়া সম্ভব হবে। জানুয়ারি মাসে সুদের হার কিছুটা বৃদ্ধি করা হয়েছিল। যার ফলে গত জানুয়ারী থেকে মার্চ অবধি প্রবীণ নাগরিওরা সুদ পেতেন ৮ শতাংশ করে। তবে এবার সেই সুদের হারে সামান্য পরিবর্তন করে ০.২ সতাংশ বৃদ্ধি করা হয়েছে। যার ফলে এবার থেকে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৮.২ শতাংশ করে।

img 20230410 202422

এখানেই শেষ নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিছুদিন আগেই ঘোষণা করেছিলেন Senior Citizens Saving Scheme এ এবার থেকে সিনিয়র সিটিজেন ব্যক্তিরা দ্বিগুণ অর্থ বিনিয়োগ করতে পারবেন। সেই সূত্র ধরেই, ১ লা এপ্রিল থেকে প্রবীণ নাগরিকরা ১৫ লক্ষ টাকার পরিবর্তে সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। তবে এক্ষেত্রে বিনিয়োগকারীর বয়স হতে হবে ৬০ বছর।