শীঘ্রই খান পরিবারে আরো এক সদস্য বলিউডে নায়িকার ভূমিকায় করতে চলেছেন ডেবিউ

এবার বিটাউনে নাম লেখাতে চলেছেন বলিউড ভাইজান সলমন খানের (salman khan) ভাগ্নি অলিজে অগ্নিহোত্রী (alizeh agnihotri)। চলতি বছরে না হলেও, ২০২৩ সালে এবার বড়পর্দায় দেখা যাবে অলিজে অগ্নিহোত্রীকে। শাহরুখ খানের মেয়ে সুহানা খান, শ্রীদেবীর মেয়ে খুশি কপূর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দারও বলিউডে অভিষেকের খবর শোনা গেলেও, কেন অলিজেকে নিয়ে এত মাতামাতি হচ্ছে? রইল বিস্তারিত।
ফেসবুক বা টুইটারকে যদি বাদ দিয়েও ধরা হয়, তাহলে শুধুমাত্র ইনস্টাগ্রামেই ১ লক্ষ ৩৩ হাজারেরও বেশি অনুরাগী রয়েছে আলিজের। আর সেই অনুরাগীদের মধ্যে অনেকেই চেয়েছিলেন মেয়ে আলিজেও বাবা অতুল অগ্নিহোত্রীর (Atul Agnihotri) মত অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিক।
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ় ‘জামতারা’ বা ‘বুধিয়া সিং: বর্ন টু রান’-এর মতো জাতীয় পুরস্কারজয়ী সিনেমা করে জাত চিনিয়ে দেওয়া চলচ্চিত্র পরিচালক সৌমেন্দ্র পাধীর পরবর্তী সিনেমায় দেখা যাবে আলিজেকে। ২২ বছরের এই অভিনেত্রীকে সম্ভবত ২০২৩ সালেই দেখা যাবে বড় পর্দায়। জানিয়ে রাখি, বিনোদন দুনিয়ায় লাম লেখানোর আগেই প্রস্তুতি নিচ্ছিল আলিজে (alizeh agnihotri)। বছর দুয়েক ধরে কোরিয়োগ্রাফার সরোজ খানের কাছে নাচের তালিম নিলেও ২০২০ সালের জুলাইয়ে সরোজ খান মারা যাওয়ায় তাতে বিরতি পড়ে।
সরোজ খানের মৃত্যুর পর ইন্সটাগ্রামে তিনি লেখেন, ‘আমার আদর্শ ছিলেন মাস্টারজি। আমাদের নাচের ক্লাসের কোরিওগ্রাফির জন্য চোখ বুজে সঙ্গীতে নিজেকে ডুবিয়ে দিয়ে ধীরে ধীরে সঙ্গীতের লয় ফুটিয়ে তুলতেন নিজের শারীরিক ভঙ্গিমায়। তাঁর প্রাণশক্তি কখনই তাঁকে ছেড়ে যায়নি, এমনকি তাঁর বয়সও কখন বাঁধা হয়নি’।
এদিকে ‘স্যর’, ‘আঁসু বনে অঙ্গারে’, ‘আতিশ’, ‘চাচি ৪২০’ সহ একাধিক চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতা অতুল অগ্নিহোত্রীকে (Atul Agnihotri)। মেয়ের বিষয়ে তিনি জানান, ‘খবরের কাগজে এমনটা প্রকাশিত হলেও, একথা সম্পূর্ণ মিথ্যে। মেয়েকে বলেছি, মানুষজনের একসব কথাবার্তাকে আশির্বাদ হিসাবে নিতে’।