হাতে রয়েছে আর মাত্র ৪ টি দিন, এই ব্যাঙ্ক থেকে তুলে নিন টাকা, না হলে আটকে যাবে আপনার সমস্ত সঞ্চয়

Rupee co-operative Bank limited ব্যাংকরাপ্ট হওয়ার আগে তুলেনিন সমস্ত টাকা

আপনার কি রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (Rupee co-operative Bank limited) ব্যাঙ্কে খাতা বা একাউন্ট রয়েছে? সেই ব্যাংক একাউন্টে কি আপনার মোটা পরিমানে টাকা জমা রয়েছে ? আপনি কি ভালো মাত্রায় এই ব্যাংক একাউন্টের মাত্রায় টাকা লেনদেন করেন? যদি এই প্রতিটি প্রশ্নের উত্তর হ্যাঁ হয়ে থাকে তবে আপনার জন্য রয়েছে একটি খারাপ খবর।

আসলে সম্প্রতি RBI (Reserve Bank of India) দ্বারা এই ব্যাংকের লাইসেন্স বাতিক করে দেওয়া হয়েছে কারণ রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম না মেনে চলার কারণে রুপি কো-অপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে ৷একটি নির্দিষ্ট দিনের পর আর এই ব্যাঙ্কে কোনও লেনদেন করতে পারবেন না গ্রাহকরা। এমনকি জারি নির্দেশিকাতে বলা হয়েছে যে ২২ সেপ্টেম্বর ২০২২ এর পর থেকে রুপি কো-অপারেটিভ ব্যাঙ্কের গ্রাহকরা অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না ৷

 

 

Rupee co-operative Bank limited

এমনকি যদি কোনো গ্রাহকের এই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট থাকে সেক্ষেত্রেও সমস্যায় পড়তে হতে পারে গ্রাহকদের। অর্থাৎ সব টাকা জলে চলে যেতে পারে যদি ২২ শে সেপ্টেম্বরের আগে ব্যাংকে থাকা সমস্ত টাকা তুলে না নেওয়া হয়। তাই আপনার পরিশ্রম করে সঞ্চয় করে রাখা যাতে নষ্ট না হয়ে যায় ৩ দিনের মধ্যে রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের গ্রাহকরা সমস্ত টাকা তুলে নিন।

সূত্র থেকে জানা গেছে যে রুপি কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের (Rupee co-operative Bank limited)  বিষয় RBI (Reseve Bank of India) গত মাসের ১০ তারিখ অর্থাৎ ১০ই আগস্ট ঘোষণা করে জানিয়েছে যে ঘোষণার ৬ সপ্তাহের মধ্যে ব্যাংকের লাইসেন্স বাতিল হয়ে যাবে। অর্থাৎ হাতে আর ৩ দিন সময় রয়েছে। এছাড়া নিয়ম অনুযায়ী কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলে DICGC আপনাকে ৫ লক্ষ টাকা

money

ডিপোজিট ইনস্যুরেন্স কভার দেবে। তবে আপনার একাউন্টে যদি ৫ লক্ষের কম টাকা থাকে তাহলে টাকা ডুববে না অর্থাৎ আপনি গোটা টাকা রিটার্ন পেয়ে যাবেন। ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে নিয়ম অনুযায়ী, আপনার যত টাকায় থাকুন না কেন সর্বোচ্চ আপনি ৫ লক্ষ টাকা পর্যন্ত পাবেন ৷