অস্কার মঞ্চে বলিউড ফিল্ম বলে ব্যাখ্যা করা হল ‘RRR’কে, উর্দু নিয়ে বড় মন্তব্য করলেন জাভেদ আখতার! সরগরম বিটাউন

বলিউড নিয়ে প্রতিদিনই কোন না কোন নতুন খবর সামেন আসতে থাকে। কখনও কোন নতুন চলচ্চিত্রের বিষয়, তো বয়কট শ্লোগান টেন্ড। আবার কখনও কারো বিতর্কিত মন্তব্য নিয়ে হইচইও শুরু হয়ে যায় নেটদুনিয়ায়। সবমিলিয়ে মাঝে মধ্যেই চর্চার কেন্দ্রবিন্দু হয় বলিউড দুনিয়া। সম্প্রতি দক্ষিণি চলচ্চিত্র ‘RRR’র গান ‘নাটু নাটু’ অস্কার পাওয়ার পর এই বিতর্ক যেন নতুন করে দানা বেঁধেছে।

বিষয়টা হল, প্রথমেই পরিচালক এসএস রাজামৌলি জানিয়েছিলেন, তাঁর এই চলচ্চিত্র একেবারেই বলিউড চলচ্চিত্র নয়। এটি ভারতের দক্ষিণের রাজ্যের অর্থাৎ তেলেগু ভাষার চলচ্চিত্র। কিন্তু অস্কার প্রদানের অনুষ্ঠানের হোস্ট জিমি কিমেল এই চলচ্চিত্রকে বলিউডের বলে সম্বোধন করেছিলেন। যার ফলে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

img 20230315 135124

আরআরআর-এর দুর্দান্ত জয়ের পর এসএস রাজামৌলির দলকে অভিনন্দন জানিয়েছেন এআর রহমান। ট্যুইট করে নিজের খুশির কথা জানিয়েছেন তিনি। এম এম কিরাভানি এবং গীতিকার চন্দ্র বোসকে অভিনন্দন জানিয়ে এআর রহমান ট্যুইট করে লিখেছেন, ‘অভিনন্দন এমএম কিরাভানি এবং বোস গীতিকার… যেমন ভবিষ্যদ্বাণী করা হয়েছে এবং আপনি এটির যোগ্য… এবং # উভয় RRR টিমকে অভিনন্দন!! #RRRatOSCARS’। এই টুইটের উপর ভক্তদের প্রতিক্রিয়া ক্রমাগত আসছে।

img 20230315 134740 (1)

আবার প্রায়শই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে উঠে আসেন জাভেদ আখতার। সম্প্রতি জাভেদ আখতার তাঁর স্ত্রী শাবানা আজমির সঙ্গে উর্দু অ্যালবাম ‘শায়রানা সারতাজ’ লঞ্চ করেছেন। সেখানে তিনি উর্দু ভাষা নিয়ে এক বড় মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন, উর্দু ভারতেরই ভাষা। ভারতের ভাষা হিসাবেই বিবেচিত হয় উর্দু। জাভেদ আখতারের এই মন্তব্যে ঝড় উঠেছে স্যোশাল মিডিয়ায়।