কেউ লাখ, কেউ কোটি! জানুন ৪০০ কোটি বাজেটে তৈরি RRR ফিল্মে তারকাদের পারিশ্রমিকের পরিমাণ

কেটে গিয়েছে প্রায় চার চারটে বছর, এবারও রুপোলি পর্দায় নিজের জাদু দেখালেন জনপ্রিয় পরিচালক এস এস রাজমৌলি (SS Rajmouli) . সুপারহিট ছবি বাহুবলির ব্যপক সফলতার পর দর্শকদের মধ্যে প্রত্যাশা অনেক গুন বেড়ে গিয়েছিল। এবার সেই প্রত্যাশাই আরো একবার পূরণ করলেন পরিচালক। আরআরআর (RRR) ছবিটি সুপারহিট হয়েছে। এখনো পর্যন্ত ছবিটি থেকে আয় হয়েছে ৪৫০ কোটি টাকা। তবে আজ জেনে নিন, ছবিতে অভিনয়ের জন্য তারকারা কত টাকা পারিশ্রমিক নিয়েছেন?

১. রাম চরণ (Ram Charan) –

‘ RRR ‘মুভি তে একজন বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিনী সুপারস্টার রাম চরণ। মুক্তিযোদ্ধা ‘আলুরই সীতারামআ রাজুর ‘ভূমিকায় দেখা গেছে রামচরণকে। অন্দ্রপ্রদেশের এই মুক্তিযোদ্ধা ব্রিটিশ রাজের বিরুদ্ধে সশস্ত্র অভিযান শুরু করেন । শোনা যাচ্ছে, ছবিতে অভিনয় করার জন্য প্রায় ৪৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেতা রামচরণ।

2. জুনিয়র এনটিআর (Junior NTR) –

গোন্ডা উপজাতির বিপ্লবী নেতা ছিলেন কোমারম ভীম। যিনি হায়দ্রাবাদের সামন্ত নিজামের বিরুদ্ধে যুদ্ধ করেন।অভিনেতা জুনিয়র এনটিআর এই চরিত্রটি করেছেন। এই চরিত্রের জন্য তিনিও ৪৫ কোটি টাকা নিয়েছেন ।

3. অজয় ​​দেবগন (Ajay Devgan) –

অজয় দেবগন ‘ভেঙ্কাটা রমা রাজু ‘নামের চরিত্র করেছেন। এই ফিল্মে যা খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র । এই চরিত্রের জন্য তিনি ৭ দিন শুটিং করেছেন এবং অভিনেতা এর জন্য প্রায় ৩৫ কোটি টাকা নিয়েছেন প্রোডাকশনের কাছ থেকে।

4. আলিয়া ভাট(Alia Bhatt) –

সীতারাম রাজুর মামাতো বোন এবং আর্থিক সহকর্মীনির ভূমিকায় অভিনয় করেছেন আলিয়া ভাট। ‘সীতা ‘নামের এই রোলের জন্য তিনি ৯ কোটি টাকা পেয়েছেন।

৫. এস এস রাজমৌলি( SS Rajmouli) –

ছবির পরিচালক এস এস রাজমৌলি ছবি লাভের প্রায় ৩০ শতাংশ তিনি নেবেন।

৬. শ্রিয়া শরণ –

ছবিতে তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ছবিতে আল্লুরি সীতারাম রাজুর মায়ের ভূমিকায় অভিনয় করছেন। তিনি সরোজিনীর চরিত্রে অভিনয় করছেন। তিনি এই চরিত্রের জন্য পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ১ কোটি টাকা।

৭. অলিভিয়া মরিস –

ছবিতে জুনিয়র এনটিআরের সহ অভিনেত্রী হিসেবে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া মরিস। তিনি জেনিফার চরিত্রে অভিনয় করছেন। তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন ১ কোটি টাকা।