জাপানের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠল RRR, ইতিহাস সৃষ্টি করে নিজের রেকর্ড ভাঙ্গলেন পরিচালক

আবারও সংবাদ শিরোনামে জায়গা করে নিল দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির (ss rajamouli) ছবি ‘আরআরআর’ (RRR)। প্রকৃত অর্থেই ইতিহাস সৃষ্টিকারী এই চলচ্চিত্র দর্শকদের মনে আলাদাই একটা জায়গা তৈরি করে নিয়েছে। এই চলচ্চিত্রটি দেশের বাইরেও সমান জনপ্রিয়তা অর্জন করেছে।

ইতিমধ্যেই জাপানে (japan) বেশ হিট করেছে এই চলচ্চিত্র। জাপানি প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই ১০০ দিন পূর্ণ করে একটা রেকর্ড তৈরি করেছে এই চলচ্চিত্র। এখানেই শেষ নয়, জাপানি বক্স অফিসে রজনীকান্তের সুপারহিট ছবি ‘মুথু’-এর রেকর্ড ভেঙেছে ‘আরআরআর’। যার ফলে বর্তমান সময়ে জাপানের প্রেক্ষাগৃহে সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে দাঁড়িয়েছে ‘আরআরআর’।

img 20230130 152627

জানিয়ে রাখি, ছবিটি জাপানি বক্স অফিসে ৪১০ মিলিয়ন ইয়েন অর্থাৎ জাপানি মুদ্রা সংগ্রহ করেছে এই চলচ্চিত্র। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়াচ্ছে ২৪ কোটি টাকা। এই ঘটনার পর জাপানি ভক্তদের ‘ধন্যবাদ’ বলে একটি নোট শেয়ার করেছে টিম ‘আরআরআর’। এই নোটে লেখা ছিল ‘লাভ ইউ জাপান’। এই চলচ্চিত্রকে এত ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।

শুধু তাই নয়, রিপোর্ট বলছে, জাপানের বাজারে ভারতের তিনটি সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হল ‘আরআরআর’, ‘মুথু’ এবং ‘বাহুবলী’। মজার বিষয় হল, এই তিনটি দক্ষিণি চলচ্চিত্রের পরিচালকই হলেন এস এস রাজামৌলি। তিনি নিজের রেকর্ড নিজেই ভেঙ্গেছেন। জানা গিয়েছে, এখন অবধি এই চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মোট ১১৫৫ কোটি টাকা আয় করেছে।

প্রসঙ্গত, সম্প্রতি ৮০ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা গানের জন্য পুরস্কার পেয়েছে ‘আরআরআর’ (RRR) ছবির ‘নাটু নাটু’। জানিয়ে রাখি, এটিই প্রথম ভারতীয় গান, যা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে সেরা সঙ্গীতের পুরস্কার পেয়েছে। তবে শুধুমাত্র গানই নয়, এই চলচ্চিত্রও সেরা বিদেশি ভাষার ছবির জন্য মনোনীত হয়েছিল। তবে এস এস রাজামৌলি (ss rajamouli) পরিচালিত এই চলচ্চিত্র পুরস্কার না পেলেও, বাজিমাৎ করে চলচ্চিত্রের গান।