Dollar এর মোকাবিলা করতে RBI নিল সবথেকে সাহসিক পদক্ষেপ, মাথায় হাত আমেরিকার

বিগত কিছুদিন ধরে ডলারের তুলনায় ভারতীয় টাকার ক্রমশ মূল্য হ্রাস একটা চিন্তার কারণ হয়ে উঠেছিল। এক ডলার (Dollar) ভারতীয় মূল্যে হয়ে উঠেছিল প্রায় ৮০ টাকার কাছাকাছি। শুধুমাত্র বিদেশিদের সাথে ব্যবসাতেই নয় ; দেশীয় মুদ্রা ভান্ডার এবং পেট্রোল ডিজেল কেনার ক্ষেত্রেও অনেকটা প্রভাব পড়ছিল। কারণ বেশিরভাগ ব্যবসা ডলারেই হয়।

927524 rbi

এই জন্য বেশিরভাগ জিনিস যখন বিদেশ থেকে কেনা হচ্ছিল তখন বেশি ডলার খরচ হচ্ছিল। চলতি বছরে এপ্রিল মে মাসে ভারতীয় ব্যাবসায় রপ্তানির পরিমাণ হয়ে দাঁড়িয়েছিল 121 আরব ডলার। যা বিগত বছরের তুলনায় 43.61 শতাংশ বেশি। ঠিক একই সময়ে আমদানির পরিমাণ দাঁড়িয়ে ছিল 190 ডলারে।

যার ফলে ভারতীয় বাণিজ্যে ক্ষতি পরিমান হচ্ছে 79 আরব ডলার। আবার ভারতীয় বিদেশী মূল্যভাণ্ডার আগস্ট মাসে 564.5 আরব ডলারের ন্যূনতম স্থানে ছিল। যেখানে বিগত বছর সেপ্টেম্বর মাসে এই অর্থের পরিমাণ ছিল 642.45 আরব ডলার। অপরদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চীন-তাইওয়ান সংঘাত সারা বিশ্বের অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে।

যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে ভারত ব্যাবসা করতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল। কিন্তু RBI (Reserve bank of India) নতুন নীতি অনুসারে ভারতে (India) এবার তার নিজের টাকা ( Indian Rupee) দিয়ে বিভিন্ন দেশের সাথে ব্যবসা করতে পারবে। এত আগে পর্যন্ত যখন ডলারে ব্যবসা হতো তখন কারণ বিভিন্ন দেশের ব্যাংক অ্যাকাউন্ট আমেরিকাতে খোলা ছিল।

যার ফলে আমেরিকা চাইলে যে কোন দেশের ব্যাংকের একাউন্ট বন্ধ করতে পারত। কিন্তু ভারত যেহেতু এবার নিজের টাকায় ব্যবসা করবে তা সেই জন্য এই সমস্যাটার আর সম্মুখীন হতে হবে না। যুদ্ধে রাশিয়ার উপরও আমেরিকা অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল যার ফলে ভারতের সাথে ব্যবসাতে অনেক সমস্যা হচ্ছিল।

কিন্তু এবার সেই সমস্যা আর হবে না এবং সাথে সাথে ভারতের ব্যাবসায় আমেরিকা কোনো প্রভাব ফেলতে পারবে না। ডলারের কমতি অনুভব করা রাশিয়া এবং ভারত এখন ইউনাইটেড আরব আমিরাত, ইন্দোনেশিয়া, ইরান, এশিয়া, শ্রীলংকার প্রভৃতি দেশের সাথেও অবাধে বাণিজ্য করতে পারবে। যার ফলে ভারতীয় বৈদেশিক বাণিজ্য ভান্ডার বাড়বে এবং ভারতীয় ব্যাবসায় দারুন উন্নতি হবে।

Reserve bank of india

ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের অধীনে আর বি আই এই নীতি জারি করেছে। বিদেশের সমস্ত আমদানি ও রপ্তানি ভারতীয় মুদ্রায় সম্পন্ন হবে। ভারতীয় মুদ্রার মূল্য বিভিন্ন দেশে চলতে থাকা গ্লোবাল মার্কেটের রেট এর নির্দ্ধারিত হবে এবং সমস্ত লেনদেন ভারতীয় টাকাই করা হবে। এই নতুন নীতি কার্যকর করার জন্য ভারতের সমস্ত ব্যাংককে বিদেশে বাণিজ্য করার জন্য প্রয়োজনীয় অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিয়েছে। যার ফলে যে কোন অন্য যেকোনো দেশের লোক ভারতীয় যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে। আর বি আই সিদ্ধান্ত ভারতীয় ব্যাবসার ক্ষেত্রে নানা নতুন দিশার উন্মোচন করবে।