এই ব্যাঙ্কের উপর কড়া নিষেধাজ্ঞা জারী করল RBI! অ্যাকাউন্ট থাকলে পড়তে পারেন সমস্যায়

সাধারণ মানুষ তাঁদের উপার্জিত অতিরিক্ত অর্থ ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে রাখতেই পছন্দ করেন। তবে কেউ কেউ আবার নিজের অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগও করে থাকেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে অর্থ জমা রাখার জন্য ব্যানকেই বেছে নেন সাধারণ মানুষ।

এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India)-র পক্ষ থেকে একটি বড় ব্যাঙ্কের উপর কিছু নিষেধাজ্ঞা জারী করার বিষয়ে খবর পাওয়া গেল। জানা গিয়েছে, একটি বড় ব্যাঙ্কের উপর কিছু কড়া বিধিনিষেধ আরোপ করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনার যদি সেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে এখনই দেখে নিন কি পরিবর্তন হতে চলেছে। আবার আপনার যদি পেমেন্ট অ্যাপ এবং ইনভেস্টমেন্ট মোবাইল অ্যাপের মত বিষয়গুলি থেকে থাকে, তাহলেও এই প্রতিবেদনটি ভালো করে দেখতে হবে।

img 20230127 004748

জানা গিয়েছে, SBM Bank-কে Outward Remmitance করতে নিষেধ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এই অবস্থায় সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে ব্যাঙ্কের Outward Remmitance-এর উপর দ্রুত নিষেধাজ্ঞা জারী করে বিদেশে ভারতীয় অর্থ স্থানান্তর করতে না পারার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের এমন সিদ্ধান্তের ফলে কিছুটা সমস্যায় পড়তে পারে সাধারণ মানুষ। কারণ, এই নিয়ম জারী হওয়ার পর থেকে প্রভাবিত হতে পারে কয়েকটি মোবাইল অ্যাপ। যেমন- INDMONEY, Zolve, Vested, IND money, Instarem, HOPREmit-Money, BookMyForex, Airpay।

img 20230127 004735

এছাড়াও বৈদেশিক ট্রানজকশান, এমনকি এই ব্যাঙ্কের অংশীদারিত্বের মাধ্যমে যেসব মোবাইল অ্যাপ Outward Remmitance-এর মাধ্যমে অর্থ স্থানান্তর করত তারাও প্রভাবিত হচ্ছে। তবে সাধারণ মানুষের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এই ব্যাঙ্কটিও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে রেজিস্টার্ড থাকার কারণে SBM BANK-এ আপনার যদি কোন ফিক্সড ডিপোজিট থাকে, তা সম্পূর্ণ নিরাপদে থাকবে।