RBI

সম্প্রতি গুজব উঠেছিল ৫০০ টাকার নোট (500 rupees note) RBI (Reserve Bank of India) দ্বারা বাজার দিয়ে তুলে নেওয়া হবে। কিন্তু জানিয়ে দি RBI জানিয়েছে ৫০০ টাকার নোট থাকবে। এছাড়া বাজারে এই গুজবও ছিল যে ১০০০ টাকার নোটের আগমন (1000 rupees note launch) ঘটবে।

 

Reserve bank of india

কিন্তু সেই কথাও যে সত্যি না তা জানিয়ে দিয়েছে RBI গভর্নর (Governor) শক্তিকান্ত দাস (Shaktkant Das)। গত বৃহস্পতিবার একটি সংবাদ সম্মেলনে RBI গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন “৫০০ টাকার নোট তুলে নেওয়া হচ্ছে না। ১০০০ টাকার নোটও ফিরিয়ে আনা হচ্ছে না। জনসাধারণকে অনুরোধ তাঁরা যেন কোনও গুজবে কান না দেন।”

তবে সম্প্রতি বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়ার কথা জানিয়েছে RBI। RBI ঘোষণা করেছে যে সেপ্টেম্বরের মধ্যে ব্যাঙ্কগুলি থেকে ২০০০ টাকার নোট বদলে নেওয়া যাবে। ২০০০ নোট তুলে নেওয়ার খবরের পরই জল্পনা শুরু হয়েছিল যে RBI ৫০০ টাকার নোটও বাজার থেকে তুলে নেবে ও ১০০০ টাকার নোট লঞ্চ করবে।

500 rupees note

এই তীব্র জল্পনার কারণেই ময়দানে নামতে হল খোদ রিজ়ার্ভ ব্যাঙ্ককে। তবে এখন গভর্নর শক্তিকান্ত দাস পরিষ্কারভাবে সমস্ত কনফিউসন দুর করে দিয়েছে। এছাড়া গভর্নর আর জানিয়েছে বাজারে যত ২০০০ টাকার নোট রয়েছে তার ৫০ শতাংশই রিজ়ার্ভ ব্যাঙ্কের হাতে এসেছে। যে পরিমাণ ২০০০ টাকার নোট ব্যাঙ্কের হাতে এসেছে, তার মূল্য ১ লক্ষ ৮২ হাজার কোটি টাকা। এই পরিমাণ টাকার মধ্যে ৮৫ শতাংশ এসেছে ব্যাঙ্কে জমা আমানতের মাধ্যমে।