বাংলার ভবিষ্যত উজ্জ্বল করতে মাঠে নামলেন রতন টাটা, রাজ্যের সাথে পুরনো তিক্ততা ভুলে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করবে Tata Group

বাংলায় বড়োসড়ো বিনিয়োগ করবে Tata Group

ইন্ডাস্ট্রিয়াল কোন বড় বড় কলকারখানার দিক দিয়ে পশ্চিমবঙ্গ (West Bengal) রাজ্য অনেক পিছিয়ে। বাম আমলের সময় মমতা ব্যানার্জির বারবার আন্দোলনের কারণে দেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি ‘টাটা গ্রুপ’ ইন্ডাস্ট্রি করতে পিছপা হয়েছিল। তবে এবার শোনা যাচ্ছে, রতন টাটা পুরনো তিক্ততা ভুলে আবার বাংলায় বিনিয়োগ করতে যাচ্ছে। এমনটাই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে। খড়গপুরে টাটা মেটালিক্সের সম্প্রসারনের জন্য ৬০০ কোটি টাকা বিনিয়োগ করছে টাটা গ্রুপ। সেই সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করে ফিতে কাটেন মুখমন্ত্রী। জানা গেছে এই বিনিয়োগের দরুন রাজ্যে বিপুল কর্মসংস্থান গড়ে উঠবে।

ratan tata

জলপাইগুড়িতেও  বিনিয়োগ করবে Tata Group

গত সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, খুব শীঘ্রই রতন টাটা (Ratan Tata) এর গ্রুপ জলপাইগুড়িতে ৬০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। এই বক্তব্য তিনি রাজ্যের দক্ষতা উন্নয়ন প্রকল্প ‘উৎকর্ষ বাংলার’ একটি অনুষ্ঠানে এই কথা বলেন। যদিও এ ব্যাপারে টাটা গ্রুপ (Tata Group) থেকে তেমন কোন আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

টাটা গ্রুপ যে জলপাইগুড়িতে (Jalpaiguri) বিনিয়োগ করতে চলেছে প্রাথমিকভাবে এ খবর জানালেও, কবে ও কত দিনে তার কোন বিস্তারিত তথ্য জানা যায়নি। এই দিন তিনি শুধু জানান বাংলায় বিনিয়োগ করতে চলেছেন রতন টাটা। যার ফলে রাজ্যের কর্মসংস্থান বাড়বে।

এই দিন তিনি উৎকর্ষ বাংলার অনুষ্ঠানে ১১ হাজার তরুণ-তরুণীর হাতে চাকরির নিয়োগ পত্র তুলে দেন। টাটা গ্রুপের দৌলতে স্থানান্তরিত ইন্ডাস্ট্রির বিশেষত্ব হবে, এখানে কর্মসংস্থানের সুযোগ পাবে বেশিরভাগই নারী অর্থাৎ ৬৬% মহিলা নিয়োগ করা হবে।

আমরা আপনাকে, টাটা গ্রুপ এর আগেও সিঙ্গুরে ‘ন্যানো প্ল্যান্টের’ পরিকল্পনা করেছিল। সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময় রতন টাটা নিজে বাংলার সিঙ্গুরে টাটা ইন্ডাস্ট্রি গড়ার আত্মপ্রকাশ দেখিয়েছিলেন। কিন্তু মমতা ব্যানার্জীর বারবার আন্দোলনের কারণে তাকে পিছপা হতে হয়েছিল। আন্দোলনের কারণ ছিল জোর করে জমি অধিগ্রহণ করা হয়েছে।

সেই সময় তার এই পরিকল্পনা ছিল ২০০৬ সালে, কিন্তু দু-বছর যাবত বারবার আন্দোলনের কারণে ২০০৮ সালের সেখান থেকে সরে আসে। এবং পরবর্তীতে এই প্ল্যান্ট তিনি গুজরাটে গিয়ে স্থাপন করেন। সেই সময় বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জির কারণে তার পরিকল্পনা ভেস্তে যায়।

ratan tata (1)

তবে এখন মমতা ব্যানার্জি  নিজে জানিয়েছেন, সেই টাটা গ্রুপ আবার বাংলায় আসতে চলেছে। এ বিষয়ে সব তথ্য প্রকাশ না করলেও জলপাইগুড়ি রানীনগরে এর প্যান্ট হতে চলেছে জানিয়েছেন। আর সেখানে টাটা গ্রুপ ৬০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছেন। তবে এটা নিয়ে Tata Group কতটা উৎসাহিত তার এখন নিশ্চয়তা নেই, অন্যদিকে টাটা গ্রুপের পক্ষ থেকে তেমন কোন ঘোষণা সামনে আসেনি।