এই Stock গুলিতে বিনিয়োগ করেই ধনকুবের হয়েছিলেন Rakesh Jhunjhunwala, দেখে নিন কোন কোন Stock রয়েছে তালিকায়

স্টকগুলি বিক্রি করে হয়েছে ধনকুবের

প্রয়াত ভারতের ওয়ারেন বাফেট তথা বিখ্যাত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala) । গত 2-3 সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। Share Market এ বড় বিনিয়োগকারী হিসাবে রাকেশ ঝুনঝুনওয়ালার একের পর এক শেয়ার কার্যত ঝড় তুলেছিল। ভারতীয় শেয়ার বাজারে সর্বদা তিনি ‘বিগ বুল’ নামে পরিচিত। বলা হয়, তিনি শেয়ার বাজারে বিনিয়োগে কখনওই ভুল করতেন না। রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সকাল 6 টা 45 মিনিটে তিনি প্রয়াত হন। তাঁর একাধিক শারীরিক সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। তিনি কোনো স্টকে বিনিয়োগ করলে সেটি উচ্চতায় উঠতো। তিনি অজস্র কোম্পানিতে বিনিয়োগ করেছেন। সেই সব কোম্পানিতে তিনি লাভের মুখোমুখিও হয়েছেন।

Rakesh Jhunjhunwala

রাকেশ ঝুনঝুনওয়ালার ব্যাক্তিগত তথ্য

তিনি জন্ম গ্রহণ করেছিলেন ৫ ই জুলাই, ১৯৬০ সালে। তিনি কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারেই বড় হয়ে উঠেছিলেন। তাঁর বাবা প্রথম শেয়ার বাজারের কথা শুনেছিলেন। দালাল মারফত শেয়ার বাজারের উত্থান – পতনের কথা শুনে তাঁর আগ্রহ জন্মায় সেটি শেখার জন্য। তিনি তাঁর কলেজ জীবনে প্রথম ৫ হাজার টাকা দিয়ে শেয়ার কিনেছিলেন।

তিনি ১৯৮৬ সালে টাটা – টি স্টক কেনেন ৪৩ টাকায়। মাত্র ৩ মাসেই সেই শেয়ারের দাম পোঁছে যায় ১৪৩ টাকায়। এই স্টক থেকে তিনি ৩ বছরের মধ্যে ২০ থেকে ২৫ লক্ষ টাকা আয় করেন। এরপর তিনি একের পর এক স্টক কিনতে থাকেন। বেশির ভাগ ক্ষেত্রেই লাভের মুখোমুখি হন। বহু বিনিয়োগকারীরা তাঁকে অনুসরণ করত।

Jhunjhunwala with Prime Minister

কোন কোন কোম্পানিতে বিনিয়োগ করেছেন?

• কানারা ব্যাঙ্ক (Canara Bank)
• ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড (Federal Bank)
• স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ SAIL (Steel Authority of India Ltd-SAIL)

• টাইটান কোম্পানি লিমিটেড (Titan Engineering Company Private Limited)
• ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (National Aluminium Company)

• ইন্ডিয়াবুলস রিয়েল এস্টেট লিমিটেড (Indiabulls Real Estate)
• টাটা কমিউনিকেশনস লিমিটেড (Tata Communications Ltd)
• এসকর্টস লি (Escorts lee)

• অটোলাইন ইন্ডাস্ট্রিজ লি (Autoline Industries Limited)
• ম্যান ইনফ্রা কনস্ট্রাকশন লিমিটেড (Man Infraconstruction Limited)
• TV18 ব্রডকাস্ট লিমিটেড (TV18 Broadcast Ltd)
এনসিসি লিমিটেড (NCC Ltd)

• ওরিয়েন্ট সিমেন্ট লিমিটেড (Orient cement Limited)
• প্রকাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (Prakash Industries Limited)
• ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্স লিমিটেড (Indiabulls Housing Finance Ltd)

• টার্ক লিমিটেড (Turk Ltd)
• দ্য মান্ধানা রিটেইল ভেঞ্চারস লিমিটেড (The Mandhana Retail Venture Limited)
• করুরবৈশ্য ব্যাঙ্ক লিমিটেড (Karur Vysya Bank)
• বিলকেয়ার লিমিটেড (Billcare Limited)

• ডিবি রিয়েলটি লিমিটেড (DB reality Limited)
• প্রোজোন ইন্টু প্রোপার্টিজ লিমিটেড (Prozone into properties Limited)
• জুবিল্যান্ট ফার্মোভা লিমিটেড (Jubilant Farmova Limited)

• ডেল্টা কর্পোরেশন লিমিটেড (Delta Corporation Limited)
• নাজারা টেকনোলজিস লিমিটেড (Nazara technologies Limited)
• অনন্ত রাজ লিমিটেড (Anant Raj Limited)
• প্রকাশ পাইপস লিমিটেড (Prakash pipe Limited)

• ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড (Indian hotel Company Limited)
• ভিএ টেক ওয়াবাগ লিমিটেড (Va Tech Wabag Share Price)
• এডেলউইস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (Edelweiss Financial Services Limited)

• ওখার্ড লিমিটেড (Wockhardt Ltd)
• ডিশম্যান কার্বোজেন অ্যামসিস লিমিটেড
• এগ্রো টেক ফুডস লিমিটেড (Agro Tech Foods Limited)

Share Market

• ক্রিসিল লিমিটেড (Crisil Ltd)
• জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (Geojit Financial Services Ltd)
• অ্যাপটেক লিমিটেড (Aptech Ltd)

• টাটা মোটরস লিমিটেড (Tata Motors Ltd)
• ফোর্টিস হেলথকেয়ার লিমিটেড (Fortis Healthcare Limited)
• রেলিস ইন্ডিয়া লিমিটেড (Rallis India Limited)
• জুবিল্যান্ট ইনগ্রেভিয়া লিমিটেড