শেয়ারবাজারে মোটা টাকা কামাতে হলে মেনে চলুন রাকেশ ঝুনঝুনওয়ালার এই ৫ টি টিপস

রাকেশ ঝুনঝুনওয়ালার ৫ টি টপস

ভারতের ওয়ারেন বাফেট তথা বিখ্যাত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala) এই রবিবার প্রয়াত হয়েছেন। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়। তিনি বেশ কয়েক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তার কিছুদিন পর সেখান থেকে তিনি ছাড়া পান। কিন্তু তার শারীরিক উন্নতি খুব একটা হচ্ছিল না বলে এমনটাই জানা গিয়েছে। অবশেষে রবিবার সকাল ৬:৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Rakesh Jhunjhunwala

রাকেশ ঝুনঝুনওয়ালা অনেক কোম্পানিতেই বিনিয়োগ করেছেন। তিনি যে সকল কোম্পানিতে বিনিয়োগ করেছেন সেখানে লাভের মুখোমুখিও হয়েছেন। তিনি শেয়ার মার্কেটে (Share Market) কার্যত ঝড় তুলেছিলেন। তাঁকে শেয়ার মার্কেটে ‘ বিগ বুল ‘ বলা হয়ে থাকে।

রাকেশ ঝুনঝুনওয়ালা যে কোন শেয়ার দেখলেই বলে দিতে পারতেন, সেই কোম্পানির ভবিষ্যত্ কী হতে চলেছে! তাঁর পরামর্শ শুনে বিনিয়োগ কারীরা বিনিয়োগ করে লাভের মুখোমুখিও হতেন। তিনি নিজেও অনেক কোম্পানির শেয়ার কিনতেন। সেখান থেকে কোটি কোটি টাকা কামাতেন। আজকের প্রতিবেদনে তাঁর কিছু পরামর্শ জেনে নিন।

Share Market

• শেয়ারের দামকে সব সময় সম্মান করবেন। শেয়ারের প্রতিটি দামে ক্রেতা এবং বিক্রেতা থাকবে। ভবিষ্যতেই বলে দেবে ওই দামে শেয়ার কিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কিনা বা বিক্রির সিদ্ধান্ত ঠিক হয়েছে কিনা। এটাও আপনাকে মানতে হবে যে ভুল হতেই পারে

• রাকেশ ঝুনঝুনওয়ালা সব সময় বলতেন শেয়ার বাজারে কেউ রাজা নন। এখানে যদি কেউ রাজা হয়ে থাকেন , তাহলে সেটি শেয়ারবাজার নিজেই। তাই কেউ এখানে রাজা হওয়ার প্রচেষ্টা নিয়ে আসবেন না।

• কখনো কারোর কাছ থেকে ধার নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন না। কারণ যদি আপনার অনুমান ভুল হয়ে যায়, তাহলে সেই টাকা গচ্ছা তো যাবেই, তারউপর আপনার নিজের পকেট থেকেই সেই পাকা ঋণদাতাকে ফেরত দিতে হবে।

• শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় সব সময় নিজের উপর বিশ্বাস রাখুন। যদি আপনি সেই বিনিয়োগের ব্যাপারে আত্মবিশ্বাসী না হন, তাহলে সেটি নিয়ে চিন্তা ভাবনা না করে নতুন করে আবার শুরু করুন।

• RISK এই চারটি অক্ষর থেকে সাবধান। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী স্বল্পমেয়াদী বিনিয়োগ করবেন।

Jhunjhunwala

 

• শেয়ার বাজারের বিনিয়োগ করলে অবশ্যই আশা রাখবেন। কারণ এখানে ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তাই যদি ধৈর্য ধরেন, তাহলে আপনার আশা এবং আত্মবিশ্বাস সাফল্যের মুখ দেখাবে।