ফোন চুরি হয়ে গেলে হয়রানি শিকার হচ্ছেন! সমাধানে কড়া পদক্ষেপ আনছে ভারত, শীঘ্রই চালু হবে দেশজুড়ে নতুন নিয়ম

চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার নতুন পদ্ধতি নিয়ে এলো সরকার

এখনকার যুগে মোবাইল ফোন বা স্মার্ট ফোন আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শুধু গুরুত্বপূর্ণ অংশ নয় বলা যেতে পারে আজকাল স্মার্টফোন ছাড়া মানুষের জীবন অচল। কারণ ফোন দ্বারা আজ মানুষের যাবতীয় কাজ হয় যেমন- বাজার হাট, এন্টারটেন্টমেন্ট, ব্যাংকের কাজ, বিল পেমেন্ট, অফিসের প্রজেক্ট তৈরি এডিটিং, পথ হারালে রাস্তা খোঁজা, খাওয়ার বুক, ট্রাভেলিংয়ের জন্য গাড়ি বুক করা ইত্যাদি। এছাড়া আজকাল ফোনে মানুষের যাবতীয় গোপন ও পার্সোনাল ইনফর্মেশন থাকে  থাকে। তাই ফোন আজকাল আমাদের জীবনে আমাদের প্রাণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এমনবস্থায় যদি আমাদের ফোন কখনো হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন মনে হয় আমাদের জীবনের আর কিছু বেঁচে নেই সব শেষ হয়ে গেছে।

Thif steal Smart phone

এছাড়া সম্প্রতি স্মার্ট ফোন চুরির ঘটনা ঘটছে অতিরিক্ত পরিমানে। আর সরকারের পক্ষ থেকে অনুমান করা হচ্ছে যে এই ফোনগুলি খারাপ কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। তাই হারিয়ে যাওয়া স্মার্টফোনের অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এই পদক্ষেপের নতুন নিয়ম হলো ভারতে সমস্ত ফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি) নম্বর ‘ইন্ডিয়ান কাউন্টারফিটেড ডিভাইস রেস্ট্রিকশন’ পোর্টালে (https://icdr.ceir.gov.in) নথিভুক্ত করতে হবে সংস্থা গুলিকে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এই নির্দেশ কার্যকর করা হবে। দেশে কোনও নতুন মোবাইল ফোনের আত্মপ্রকাশের আগেই এই কাজ করতে হবে। শুধু মাত্র দেশে তৈরি ফোনই নয়, আইফোন, স্যামসাং গ্যালাক্সির মতো আমদানিকৃত স্মার্টফোনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

জানিয়ে দি যে ভারতে এর আগে প্রচুর এমন ফোনের সন্ধান পাওয়া গেছে যেগুলিতে নকল কিংবা ভুয়ো আইএমইআই নম্বর রয়েছে।  এছাড়া মিরাট পুলিশ ভিভো কোম্পানির ১৩ হাজার ৫০০ টি ভুয়ো আইএমইআই নম্বরের ফোন পেয়েছিল। এই ফোন গুলির আইএমইআই নম্বর গুলি এক ছিল। এমনকি চীনা কোম্পানির অনেক ফোনেও এই একই আইএমইআই নম্বর পাওয়া গেছে। তাই বলা যেতে পারে এই ঘটনা নতুন না। ভারত সরকারের নতুন নিয়ম অনুযায়ী বলা হয়েছে প্রত্যেকটি ফোনে বৈধ আইএমইআই নম্বর থাকতে হবে।

Thif use steal Smart phone for bad use

নতুন এই নিয়ম কার্যকর হলে উপকৃত হবেন গ্রাহকরাও। ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে, এই নম্বরের সাহায্যে সহজেই ফোনগুলি ‘ব্লক’ করা যাবে। ফলে চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোনের অপব্যবহার রোখা সম্ভব হবে। এই পদ্ধতির ফলে ভারতে স্মার্টফোনের কালোবাজারিও বন্ধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ফোনে বৈধ আইএমইআই নম্বর  থাকার সুবিধা হলো ফোন সহজে ট্র্যাক করা সুবিধা হবে। তাই ফোন যদি কখনো চুরি হয় ফোন ট্র্যাক করে অপরাধীকে খুঁজে বার করা অনেক সহজ হয়ে উঠবে। কারণ ফোন চুরি হলে বা হারিয়ে গেলে সিম কার্ড বদল বা নষ্ট করা যায় কিন্তু ফোনে আইএমইআই নম্বর থাকলে তা সহজে নষ্ট করা যায়না। তাই ফোন কেনার সময় ভালো করে জেনে নিতে হবে যে আইএমইআই নম্বর রয়েছে কিনা। কারণ যেই ফোনে আইএমইআই নম্বর থাকবে না সেই ফোনই ভুয়ো। আপনার ফোনে আইএমইআই নম্বর রয়েছে কিনা জানতে ডায়াল করুন ‘*#06#’।