খুরচো নিয়ে সমস্যা? সমাধান করতে এই বড় পদক্ষেপ নিচ্ছে RBI

ব্যবসার ক্ষেত্রে হোক কিংবা সাধারণ মানুষের দৈনন্দিন প্রয়োজনে ছোট নোট (note) একটা বড় সমস্যা তৈরি করেছে। এই সময় দেশ থেকে দেশে ছোট নোটের সমস্যা দূর করতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া (Reserve Bank of India)। অনেক সময় বড় নোট খুচরো করা নিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। আবার অনেক সময় ATM থেকেও ছোট নোট পাওয়া যায় না। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে মানুষকে।

সাধারণ মানুষের এই সমস্যার বিষয়টা জানতে পেরেই এবার এক বড় পদক্ষেপ নিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া। গ্রাহকদের কাছ থেকে বহু অভিযোগ পাওয়ার পর এবার ATM-এ ছোট নোটের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে RBI। যাতে করে কিছুটা হলেও এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে সাধারণ মানুষ।

img 20230128 214614

মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ATM-এ 100 এবং 200 টাকার নোটের সংখ্যা বাড়ানোর জন্য নির্দেশিকাও জারি করতে পারে। পাশাপাশি আবার UPI ভিত্তিক এটিএম স্থাপনের কথাও ভাবছে RBI। লোকেরা UPI ভিত্তিক এটিএম দিয়ে ছোট লেনদেন করতে সক্ষম হবে। যার কারণে মানুষের কোনো সমস্যা হবে না।

জানিয়ে রাখি, গ্রাহকদের থেকে একাধিক অভিযোগ পাওয়ার পর থেকেই এই বিষয় নিয়ে ভেবে দেখতে শুরু করে RBI। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের আধিকারিকদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যেখানে আলোচনা করা হয়েছে যাতে UPI ATM থেকে আরও ছোট নোট বাজারে আনা যায়।

img 20230128 214601

সূত্রের খবর, RBI 5, 10, 50 টাকার মতো ছোট নোটেও কিছু কাজ করতে চলেছে। কারণ বাজারে মানুষ খুব কমই 5, 10, 50 টাকার নোট বা কয়েন দেখতে পায়। মানুষ যখন বাজার থেকে কম মূল্যের ইছু কিনতে যান, তখন খুচরোর অভাবে তাঁকে 50, 100, 200 কিংবা 500 টাকার নোট খরচ করতে হয়। সেই কারণে সাধারণ মানুষের কথা ভেবেই এবার এক বড় পদক্ষেপ নিতে চলেছে RBI।