মেয়ের বিয়ের পর আচার পাঠানো উচিত নয়, পাঠালে ঘোর অমঙ্গল! জানুন বিস্তারিত

বিয়ে (marriage), শুধুমাত্র দুটো মানুষের মধ্যে সম্পর্ক স্থাপনই নয়, সেইসঙ্গে দুটো পরিবারের মধ্যে মেলবন্ধনের একটা সূত্রও। মেয়েকে বিয়ে দেওয়ার সময় তাঁর বাবা মা তাঁদের সাধ্যমত জিনিসপত্র দিয়ে মেয়েকে সাজিয়ে গুছিয়ে শ্বশুরবাড়ি পাঠায়। তাঁরা সবসময়ই চেয়ে থাকেন, তাঁদের মেয়ে যেন শ্বশুরবাড়ি গিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে। সেখানে যেন তাঁর কোন সমস্যা না হয়।

মেয়ের বিয়ে নিয়ে প্রত্যেক বাবা মায়েরই একটা স্বপ্ন থাকে। মেয়ে যাতে বিয়ের পর সুখে শান্তিতে সংসার করতে পারে, সেই কামনাই করে থাকেন। মেয়ের সুখের থেকে বড় আর কিছুই চায় না মেয়ের বাবা মা। তাই মেয়ের বিদায়ের সময় মেয়ের সঙ্গে কিছু জিনিস কখনই পাঠানো উচিত নয়, নাহলে মেয়ের জীবনে নেমে আসবে ঘোর অশান্তি। একবার জেনে নিন এই বিষয় সম্পর্কে।

img 20230227 115259

শাস্ত্র মতে, মেয়ের সঙ্গে কখনই আচার জাতীয় জিনিস পাঠাবেন না। তাতে করে কিন্তু মেয়ের জীবনে অশান্তির কালো মেঘ ঘনিয়ে আসতে পারে। আচার পাঠালে সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। মেয়েকে সর্বদাই মানসিক, শারীরিক, আর্থিক সমস্যার মধ্য দিয়ে যেত হয়। যে বাড়িতে মেয়েকে তাঁর বাপেরবাড়ি থেকে আচার দেওয়া হয়, সেই মেয়ে কখনই সুখী হতে পারে না।

img 20230227 115312

শ্বশুরবাড়ি থেকে একের পর এক কটূক্তি, শাশুড়ির গঞ্জনা বঞ্চনার শিকার হতে হয়। তাই মেয়ের সঙ্গে কখনই আচার পাঠানো উচিত নয়। শুধুমাত্র আচারই নয় সেইসঙ্গে ঝাড়ু, সুই, চালনি, মরিচ ইত্যাদিও দেওয়া উচিত নয়। এসবকিছুই অশুভ বলে মনে করা হয়।