দুর্ঘটনার কবলে পড়ে পেয়েছেন ‘সুপার পাওয়ার’! পৃথিবীর বুকেই ঘুরে বেড়াচ্ছেন এই ‘সুপারহিরোরা’

পৃথিবীর বুকেই ঘুরে বেড়াচ্ছেন এই ‘সুপারহিরোরা’

সুপার পাওয়ার যদি আপনার থাকে? তবে আপনি কি করবেন? সুপার ম‍্যান এবং সুপার পাওয়ার গল্প সিনেমাতে বা কার্টুনে দেখেছেন। তবে বাস্তবে এর অস্তিত্ব চোখে পড়ে না। অনেকেই চান তাদের মধ্যে সুপার পাওয়ার আসুক। যা দিয়ে তারা কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান করতে পারেন। আজ এমনই কিছু সুপার পাওয়ার বিশিষ্ট মানুষের (People With Super Powers) কথা আপনারা জানবেন, যারা এইপৃথিবীর বুকে বাস করছে। চলুন তাঁদের সম্পর্কে জেনে নিন।

১) জ্যাসন প্যাডগেট (Jason Padgett)

Jason Padgett

এক দুর্ঘটনা জ্যাসন প্যাডগেটের জীবন সম্পূর্ণ বদলে দেয়। ঘটনাটি ঘটে কোনো এক ১৩ তারিখ। ওই দিন শুক্রবার ছিল। পার্টি করে রাতে বাড়ি ফেরার সময় তাঁর মাথায় আঘাত লাগে। এর পর তাঁর জীবনে এক অলৌকিক পরিবর্তন আসে। আগে যেখানে তিনি অঙ্ক করতে ভয় পেতেন। সেখানে এই ঘটনার পর তিনি নিমেষেই অঙ্কের জটিল সমস্যার সমাধান করে ফেলেন। মনে করা হয় মাথায় আঘাত লাগার পর তাঁর সুপার পাওয়ার বেড়ে গিয়েছিল।

২) টোনি সিকোয়ার (Tony Sequoia)

Tony Sequoia

 

 

এই বাক্তিও দুর্ঘটনার পর সুপার পাওয়ার পেয়েছেন। টোনি নিউ ইয়র্কের বাসিন্দা। ১৯৯৪ সালে তাঁর সঙ্গে এক দুর্ঘটনা ঘটে। ওই বছরের কোনই এক দিন হঠাৎ করেই ঝড় ওঠে এবং বাজ পরে। এর ফলে তাঁর হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। তবে তিনি বেঁচে যান। পরবর্তীতে তাঁর স্নায়ুতে পরিবর্তন আসে। দুর্ঘটনার পর তিনি দারুণ ভাবে পিয়ানো বাজাতে সক্ষম হন।

৩) অরল্যান্ডো ক্লেমেন্টে (Orlando Clemente)

Orlando

সালটা ১৯৭৯, তারিখটা ১৭ই আগস্ট। ওই দিনই অরল্যান্ডো ক্লেমেন্টের সঙ্গে ঘটে যায় এক অলৌকিক ঘটনা। ওই দিন বেস বল খেলার সময় তাঁর মাথায় বলের আঘাত লাগে। সেই দুর্ঘটনা তাঁর জীবনে পরিবর্তন আনে। আঘাত লাগার পর বেশি কিছু না হলেও মাথা টা যন্ত্রনা হতে থাকে। যা কিছু দিন পর ঠিক হয়ে যায়। এর পর থেকে তাঁর স্মৃতিশক্তি বেড়ে যায় এবং মনে মনে জটিল অঙ্কের সমাধান করে ফেলেন।

৪) ডেরেক আমাটো (Derek Amato)

Derek Amato

এই ব্যাক্তি একদিন সাঁতার কাটার জন্য জলে ঝাঁপ দেন। তবে পুলে জল কম ছিল। সেকারণে তাঁর মাথার চোট আসে। এই দুর্ঘটনার পর তিনি কানে কম শুনতে শুরু করেন। তবে চোখের সামনে গানের সুর ভেসে বেড়াতে দেখতে পান। এর পর থেকে এই নোট ব্যাবহার করে তিনি পিয়ানোতে সুর তুলতেন।