‘দু পয়সার রোজগার নেই আর দেখনদারি ষোলআনা’.. নিজেদের শাহরুখ-সালমান ভাবতে শুরু করেছে টলিউড নায়কেরা

'আঁটে নেই ফাঁটে আছে' বর্তমান টলিউডের অবস্থা দেখে পরমব্রত চক্রবর্তী অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে দিলেন বড় বয়ান

ফিল্ম ইন্ডাস্ট্রির টলিউড (Tollywood Film Industry) যে দিন দিন তোলোনিতে যাচ্ছে তা আর নতুন করে বলার কিছুই নাই। আজকাল বাঙ্গলীরাও বাংলা ছেড়ে বলিউড ও দক্ষিনী ছবির দিকে বেশি ঝুকিপূর্ন। গত কয়েক বছরের বক্স-অফিস থেকে তা স্পষ্ট। অথচ টলিউড ইন্ডাস্ট্রির হিরোরা হিরোগিরি ইমেজ বজায় রাখতে প্রযোজকদের উপর ক্রমশ চাপ বাড়িয়ে যাচ্ছেন।

Parambrata Chatterjee

সম্প্রতি, ইন্ডাস্ট্রির বেহাল অবস্থা ও তারকাদের স্ট্যাটাস নিয়ে ‘জি ২৪ ঘন্টায়’ মুখ খুললেন টলিউড পরিচালক পরমব্রত চ্যাটার্জি (Parambrata Chatterjee)। টলিউডের চরম দুরবস্থা দেখে তিনি বলেন, “উদ্বিগ্ন লাগে ও তার সঙ্গে মন খারাপও লাগে। এই মন খারাপ টাকে তাগিদে পরিণত করার চেষ্টা করি। আমি বাস্তবকে ভয় পাই না, কারণ আমিও একদিন এই সময় কাটিয়ে এসেছি।”

 

শুধু তাই নয় তিনি আরও বলেন, আমি এখন বম্বেতে কাজ করছি, বাঙালি দর্শকদের সাথেই আমার চেনা পরিচিত। আমি এখনো বাংলাকেই ভাবি, সবার প্রথমে আমার মাথায় বাংলায় আসে। এই খারাপ সময়ে আমি বাংলা ছেড়ে পালাবো এমনটা না। অন্যান্য আঞ্চলিক সিনেমা যেখানে ঝড়ের গতিতে এগোচ্ছে, সেই জায়গা বাংলা দিন দিন তলোনিতে যাচ্ছে। তার মতে, এই পরিস্থিতি অনেকদিন আগেই তৈরি হয়েছে সেটা শুধু সময়ের অপেক্ষা ছিল, এখন তা স্পষ্ট বোঝা যাচ্ছে।

 

তিনি এখানেই থেমেছিলেন না এমন অবস্থায় তিনি টলিউড তারকাদের দিলেন একহাত। তিনি বলেন আমার সহকর্মীরা যে বাস্তবটা জানেন না তা না, তবুও তাদের আবভাব দেখে মনে হয় তারা কোন বলিউড স্টার বা সাউথ ইন্ডিয়ান স্টার। এখন একজন বাঙালি অভিনেতারও মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিশ, ড্রেসার এই তিনজন বাউন্সার, শুনতে খুব খারাপ লাগে। এই মন্তব্যের জন্য হয়তো আমাকে অনেকেই ট্রোল করবে কিন্তু এটাই বাস্তব।

Parambrata chatterjee

একই সঙ্গে পরমব্রত বলেন, হ্যাঁ আমি এটা বলছি না যে এসবের কিছু দরকার নাই। কিন্তু আমাদের এমন ভাবে করতে হবে যাতে কস্ট কম হয়। আমাদের দাঁতে দাঁত চেপে লড়াই করে যেতে হবে। এখানে আমি সাউথ ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিযোগিতার কথা বলছি না, কিন্তু আমাদের নিজেদের ছবির গুণগতমানটা উপরে তুলতে হবে।