পাঁচটি নদীর মিলনস্থল! ভারতের এই বিশেষ জায়গা পঞ্চনদ সম্পর্কে জানুন নানা অজানা কাহিনী …

নদী বলতে আমাদের প্রথম মাথায় আসে এমন একটা জায়গা যেখানে শুধু বালি, কাদা আর জল, তবে ভারতীয় (India) সভ্যতায় পঞ্চনদ (Panch Nadi) র একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে । আজ আমরা আপনাকে বিশ্বের একমাত্র জায়গা সম্পর্কে বলতে যাচ্ছি, যেখানে একটি, দুটি বা তিনটি নয়, পাঁচটি নদীর মিলন ঘটেছে। পঞ্চনদ (Panch Nadi) হল সেই জায়গা যেখানে পাঁচটি নদী মিলিত হয়েছে। এটি জায়গাটি জালাউন, আউরাইয়া এবং ইটাওয়ার সীমান্তে অবস্থিত। এই নদী প্রকৃতির এক অনন্য উপহার, কারণ এই ধরনের সঙ্গম খুব কমই দেখা যায়।

আরো পড়ুনঃমঙ্গল গ্রহের যাত্রায় আমূল পরিবর্তন আসছে এই তিন রাশির ভাগ্যে! কাটবে বাঁধা, বাড়বে ব্যবসায় যোগ…

যমুনা, চম্বল, সিন্ধু, কুনওয়ারি ও পাহাজ নদী মিলিত হয়েছে এই সঙ্গমে। প্রতি বছরই বহু মানুষ এই সঙ্গম দেখতে আসেন। বিশেষত ছুটিত মরশুমে এখানে খুবই ভীড় হয়। তবে এখনো ভারতীয়দের মধ্যে অনেকেই আছে যারা এই গুপ্ত জায়গাটি সম্পর্ক এ জানেন না। তাদের কাছে আর পাঁচটি সঙ্গমের মতন এই সঙ্গম পরিচিত নয়।

all you need to know about these river

তবে কি আপনি জানেন এই সঙ্গম মহা তীর্থরাজ নামেও পরিচিত এবং সন্ধ্যার পর এখানকার দৃশ্য খুবই সুন্দর হয়ে ওঠে। এই সঙ্গম নিয়ে বেশ কয়েকটি পুরনো ঘটনাও কথিত আছে।  শোনা যায় এখানে মহর্ষি মুচকুন্দের সাফল্যের গল্প শোনার পর একবার তুলসীদাস জি তাঁর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন।  এছাড়াও বলা হয় যে মহাভারতের সময় পান্ডবরা নাকি তাদের ভ্রমণের সময় এই স্থানে অবস্থান করেছিলেন। আর মহাভারতের অন্যতম চরিত্র ভীম নাকি এই স্থানেই বকাসুরকে বধ করেন।

all you need to know about these river

আরো পড়ুনঃ ১০৫ বছরের বাবার জন্মদিনে শিস দিয়ে গান গেয়ে শোনালেন ৭৫ বছরের ছেলে! ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটিজনরা

আমাদের দেশে এরকম অনেক সঙ্গমই আছে যা ভারতীয়দের কাছে বিশেষ পরিচিত। প্রচুর মানুষ এই সঙ্গম দেখার জন্য দেশের আরেক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমন করেন। প্রতি বছর এই সঙ্গম দেখার জন্য ভারতের বিভিন্ন স্থানে মানুষের ঢল নামে। এর মধ্যে কয়েকটি জনপ্রিয় সঙ্গম হল  প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গম। এই প্রয়াগরাজকে তীর্থরাজ ও বলা হয়, কারণ এটি ভক্তদের জন্য একটি বিশেষ  গুরুত্বপূর্ণ তীর্থ স্থান।