আগামী ৩১ শে মার্চের মধ্যে করাতে হবে প্যান আধার লিঙ্ক, প্রয়োজন নেই সকলের! জানুন বিস্তারিত

চলতি বছর ৩১ শে মার্চের মধ্যে প্যান কার্ড (pan card) এবং আধার কার্ড (aadhaar card) লিঙ্ক করার নির্দেশ দেওয়া হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের পক্ষ থেকে। কিন্তু সকলের কি লিঙ্ক করার প্রয়োজন আছে? এমন প্রশ্ন করেছেন অনেকেই। তবে সকলের কিন্তু এই কাজ না করলেও চলবে।

একদিকে প্যান কার্ড হল জনৈক ভারতীয় নাগরিকের আর্থিক বিষয়ের প্রমাণপত্র এবং অন্য দিকে, আধার কার্ড বাকি সব বিষয়ের প্রমাণ দেয়। সেই কারণে এই দুই গুরুত্বপূর্ণ নথির একটির সঙ্গে অপরটি লিঙ্ক করার বিষয়টা বাধ্যতামূলক করা হয়েছে। তবে এবার জেনে নিন, এই কাজ ঠিক কাদের ক্ষেত্রে প্রযোজ্য।

img 20230314 120657

২০১৭ সালের ১ লা জুলাই বা তার আগের কোনও তারিখে যে সকল ব্যক্তিদের প্যান কার্ড ইস্যু করা হয়েছে, তাঁদের সকলকেই আগামী ৩১ শে মার্চের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করিয়ে নিতে হবে। আর যদি না করা হয়, তাহলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এবং এই প্যান কার্ড দিয়ে কোনরকম আর্থিক লেনদেন করা যাবে না।

প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাতে হলে, সবার প্রথমে আপনাকে আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর রেজিস্ট্রেশন করা না থাকলে, প্রথমেই তা করে নিতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে লগ ইন আইডি হিসাবে প্যান নম্বর ব্যবহার করতে হবে।

img 20230314 120647

এরপর লগ ইন আইডি, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করলে একটা পপ আপ উইন্ডো খুলবে, যেখানে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার বিষয়ে দেখানো হবে। প্যান কার্ড এবং আধার কার্ডের সব তথ্য মিলিয়ে দেখে নিয়ে Link Now-তে ক্লিক করার পর লিঙ্ক সাকসেসফুল হলে ম্যাসেজ চলে আসবে।