লক্ষ্মী পদ্মা সেতু, ফুলেফেঁপে উঠছে বাংলাদেশ! আয় শুনে কপালে উঠবে চোখ

লক্ষ্মী পদ্মা সেতু, ফুলেফেঁপে উঠছে বাংলাদেশ

গত বছরের ২৫শে জুন চালু হয়েছে বাংলাদেশের (Bangladesh) সবচেয়ে বড় সেতু পদ্মা সেতু (Padma Bridge)। এই ব্রিজ চালু হওয়ার পর থেকে ৯ মাস কেটে গিয়েছে। আর এই কয়েক মাসেই পদ্মা ব্রিজের কারনে আর্থিক ভাবে ফুলে ফেঁপে উঠেছে বাংলাদেশ। এই ব্রিজ বাংলাদেশ সরকারের কোষাগার ভর্তি করছে। চলুন এ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নিন।

Padma River

গত বছরের ২৫শে জুনের পর থেকে বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় অনেকটা উন্নত হয়েছে। পদ্মা সেতুর কারণে এক দিকে যেমন বাংলাদেশের যাতায়াত ব্যবস্থায় গতি এসেছে। তেমনই ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরো সহজ হয়ে উঠেছে। আর এই দুই কারণে বাংলাদেশ আর্থিক ভাবেও স্বচ্ছল হয়ে উঠছে।

গত ৯ মাসে পদ্মা সেতু থেকে কত টাকা ঢুকেছে সরকারের কোষাগারে? তা জানালেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল (Obaidul Quader)। তিনি পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় জানান, গত নয় মাস ধরে পদ্মা সেতু থেকে সরকার ৬০৩ কোটি ৭৬ লক্ষ টাকা আয় করেছে। অন্যদিকে সেতুর কারণে ওই এলাকার যথেষ্ট উন্নতিও হয়েছে।

Bangladesh

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার নিজের টাকায় এই পদ্মা সেতু নির্মাণ করে এবং ঐ দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina) নিজে প্রথম এই ব্রিজ পারাপার করে টোল ট্যাক্স দেন। আর এর পর থেকেই টোলট্যাক্স থেকে বাংলাদেশ ফুলে ফেঁপে ওঠে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই এই সেতু দিয়ে ট্রেন চলাচল করবে। এর জন্য পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করেছে বাংলাদেশ সরকার। এই ট্রেন চলাচল শুরু হলে কলকাতা ও ঢাকার মধ্যে যাতায়াতের সময় আরো কমবে।