শুধুমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন মাত্র ৫ সেকেন্ডের মধ্যে এই ছবিতে থাকা বড়সড়ো ভুলটি তুলে ধরতে

জিনিয়াস লোকেরাই পারবেন মাত্র ৫ সেকেন্ডের মধ্যে এই ছবিতে থাকা বড়সড়ো ভুলটি

মানুষের মস্তিষ্ক বিভিন্ন রকম জিনিস উপলব্ধি করে নেওয়ার ক্ষমতা রাখে। বিজ্ঞানের ভাষায় কখনো কখনো দৃষ্টি বিভ্রমও হয়, একে অপটিক্যাল ইলিউশন (Optical Illution) বলা হয়। কিছু ছবি মানুষের মাথার ক্ষিপ্রতা পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। এইসব ছবিগুলো মাঝে মধ্যেই আমাদের সামনে আসে, যা খালি চোখে দেখলে বোঝাই যাবে না।

Optical illusion

সম্প্রতি এরকম ছবি ভাইরাল (Viral) হয়েছে। ভাইরাল হওয়া ছবিগুলি নেট দুনিয়ায় বেশ জনপ্রিয়তাও পেয়েছে, তবে নেট নাগরিকরা কিন্তু অনেকেই আয়ত্তে করতে পারিনি, ছবিটা। তবে ছবির ধাঁধা মিলাতে পারলেই ছবির উত্তরও পেয়ে যাওয়া যাবে। ছবিতে বুদ্ধির ধার দেওয়া কৌশল রয়েছে। যা মস্তিষ্কে অনেক সময় অনেক জিনিস দেখা যায় না। অথচ সেগুলি চোখের সামনেই থাকে, এরকম একটি ছবি দেওয়া হয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, দুটো মেয়ে খেলা করছে। তার মধ্যে একটি মেয়ে দোলনায় বসে আছে, অন্য মেয়ে তাকে পেছন থেকে ঠেলা দিচ্ছে। ছবিটি সবকিছু ঠিকঠাক থাকলেও ছবির মধ্যে কিন্তু কিছু একটা ভুল রয়েছে। সেই ভুলটি আপনাকে বের করতে হবে। ফটোটি ভালো করে দেখুন। আপনাকে এর জন্য সময় দেওয়া হলো ৬ সেকেন্ড। দেখুন তো পারেন কিনা।

Optical

নেট নাগরিকরা অনেকেই বলেছেন, ছবিতে নাকি কোন ভুল নেই। তবে এই ফটোটি কিন্তু একটি ভুল অবশ্যই রয়েছে। আপনার সময় এবার শেষ, পারলে না তো। দেখুন মেয়েটি যে দোলনায় বসে আছে, মেয়েটির চুল কিন্তু হওয়ার যেদিকে ওড়ার কথা সেদিকে না উড়ে অন্যদিকে উড়ছে। আপনার বোঝার জন্য নিচের ফটোটিতে মার্ক করে দেওয়া হলো।