কেবলমাত্র জিনিয়াস লোকেরাই পারবেন ৮ সেকেন্ডের মধ্যে ‘SANG’ এর ভিড়ে ‘SING’ শব্দটি খুঁজে বের করতে

বর্তমান ইন্টারনেট (Internet) যুগে বিনোদনের সেরা মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া (Social Media)। এই প্লাটফর্মে না থাকা মানুষের সংখ্যা খুবই কম। প্রতিনিয়ত নিত্য নতুন ফটো, ভিডিও, ধাঁধা ও অপটিক্যাল ইল্যুশন এর মত অনেক বিষয়কে ঘিরে মজা নিয়ে থাকেন নেটিজেনরা। ইন্টারনেটে প্রতিদিন যে ছবি প্রকাশ্যে আসছে তার মধ্যে এটি একটি বিশেষ ছবি। যেখানে আপনার মন ও চোখকে পরীক্ষা করা যাবে। বিশেষ করে এটি আপনাকে বিভ্রান্ত করার মত একটা বিষয়।

optical illusion

স্যোশাল মিডিয়ায় (Social Media) মাঝে মধ্যেই এমন কিছু ছবি ভাইরাল হয়ে যায়, যা দেখে বুঝে সমাধান করতে বেশ কিছুটা সময় লেগে যায় নেটিজনদের। অর্থাৎ এই সকল ছবিকে প্রথমবার দেখে কিছু মনে না হলেও, ভালো করে খুঁটিয়ে দেখার পর বুঝতে পারবেন ছবিটি মধ্যে লুকিয়ে রয়েছে কোন এক গোপন বিষয়। সাধারণত এই ধরনের ছবিকে চোখের ধাঁধা বা অপটিক্যাল ইল্যুশন (Optical illusion) বলা হয়ে থাকে।

এই ধরনের ছবি অবসর সময়ে বসে একটা ধাঁধার মত করেও দেখতে পারেন। আবার পরিবারের সকলের সঙ্গে বসে, খেলার ছলেও এই ধরনের ছবির মধ্যে থেকে উত্তর খুঁজে বের করতে পারেন। তবে সম্প্রতি দিনে এই ধরনের ছবি ব্যাপক হারে ভাইরাল হতে দেখা গিয়েছে নেট দুনিয়ায়। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটির দিকে লক্ষ্য করলে মনে হবে সেখানে শুধুমাত্র ইংরেজিতে “SANG” শব্দটি লেখা রয়েছে।

পুরো ছবিটাতেই সারিবদ্ধভাবে লেখা রয়েছে SANG শব্দটি। তবে এই শব্দের মধ্যেও লুকিয়ে রয়েছে আরও একটি ইংরেজি শব্দ, যেটা হল “SING”। এখন নির্ধারিত সময়ের মধ্যে শব্দটিকে খুঁজে বের করাটাই চ্যালেঞ্জের। যদি আপনি জিনিয়াস হয়ে থাকেন তবে, ছবিটিতে SING লেখা শব্দটি আপনাকে ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বের করতে হবে।

optical illusion picture solve

 

যদি শব্দটি খুঁজে না পেয়ে থাকেন, তবে অবশ্যই আমরা লেখাটিকে খুঁজে পেতে সাহায্য করবো। পুরো ছবিটিতে SANG শব্দটির ভিড়ে SING লেখাটি ঠিক কোন স্থানে রয়েছে, তা আমরা লাল রঙের গোল বৃত্ত দিয়ে শনাক্ত করে দিচ্ছি। যাতে যাতে আপনি সহজেই খুঁজে পেতে পারেন SING শব্দটি কোথায় লেখা রয়েছে।