Optical Illusion: কেবল বুদ্ধিমান ব্যক্তিরাই পারবেন ১১ সেকেন্ডের মধ্যে ঘরের মধ্যে লুকিয়ে থাকা কুকুরকে শনাক্ত করতে

বুদ্ধিমান ব্যক্তিরাই পারবেন ১১ সেকেন্ডের মধ্যে ঘরের মধ্যে লুকিয়ে থাকা কুকুরকে শনাক্ত

অপটিকাল ইলিউশন (Optical Illusion) এমন একটি জিনিস যা আমাদের চোখ ও মাথায় ঘোর লাগিয়ে দেয়। এটি খুব মজারও হয়। ছবির মধ্যে এমন কিছু থাকে যা আমাদের সহজে চোখে পরে না। সম্প্রতি এমন একটি ছবি প্রকাশ পেয়েছে, যা অপটিকাল ইলিউশন যুক্ত। যে ছবিটিতে লুকিয়ে রয়েছে একটি কুকুর (Dog In A Bedroom)। তবে কোথায়? ছবিতে আপনি কি কোনো কুকুরকে দেখতে পাচ্ছেন। যদি দেখতে পান তবে আপনার দৃষ্টি শক্তি খুবই ভালো। চলুন প্রতিবেদন থেকে এই অপটিকাল ইলিউশনের সমাধান জেনে নিন।

Optical Illusion

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে (Social Media) একটি অপটিক্যাল ইলিউশন বিশিষ্ট ছবি বেশ ঘোরা ফেরা করছে। ছবিটি বেশ ভাইরাল (Viral) হচ্ছে। ছবিটি শেয়ার করেছেন পীযূষ তিওয়ারি (Piyush Tiwari)। এই ছবিটি ঘিরে নেটিজেনদের মধ্যে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। পীযূষ ছবিটি শেয়ার করে নেটিজেনদের উদ্দেশ্যে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি ১১ সেকেন্ডের মধ্যে কুকুরটি খুঁজে বের করার চ্যালেঞ্জ দিয়েছেন।

এমন ধরনের অপটিক্যাল ইলিউশনের ছবি এই আগেও সোশ্যাল মিডিয়াতে দেখা গিয়েছে। এই ছবিতে একটি ব্যক্তিকে দেখা যাচ্ছে যিনি ঘরের মধ্যে তার পোষা কুকুরকে খুঁজছেন। ঘরটি নানা আসবাবপত্র ও পোশাকে ভর্তি। এর মধ্যেই চুপটি করে বসে রয়েছে কুকুরটি। তবে একবার দেখলে চোখে পড়বে না। এর জন্য দরকার গভীর পর্যবেক্ষণ।

Optical

এখনো দেখতে পেলেন না? সোফা কিংবা তাকের দিকে দেখেছেন? বলে রাখি কুকুরটি এই স্থানে নেই। কুকুরটি রয়েছে কার্পেটের উপর এবং আরামের সঙ্গে ঘোমাচ্ছেন। ছবিটি বাম দিকে রয়েছে এটি। আর ঘরের মধ্যে একটি মানুষ রয়েছে যে কুকুরটি খুঁজে যাচ্ছেন। শুধু সেই মানুষটি নয়, আপনিও নিশ্চই ছবিটি দেখে কুকুরটি দেখছে। তবে এবার জেনে গেলেন কুকুরটি কোথায় আছে। একবার চোখ ঘুরিয়ে দেখে নিন।