ব্যবহার হয়েছে ৭ টন রঙ্গোলি পাউডার, ছবির দৈর্ঘ্য ৮৭০০০ বর্গফুট! বিশেষ দিনে সোনু সুদ শেয়ার করলেন উপহারের ভিডিও

লকডাউনে বিভিন্ন রাজ্যে আটকে পরা শ্রমিকদের উদ্ধার করতে যেন দেবদূতের মত উদয় হয়েছিলেন বলি অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। সেইসময় তিনি হাজার হাজার শ্রমিকদের নিজ নিজ রাজ্যে ফিরিয়ে দিয়ে ‘গরীবের মহিসা’ হয়ে উঠেছিলেন। শুধু তাই নয়, এখনও কারো সাহায্য করার জন্য একটুও সুযোগ হাতছাড়া করেন না এই অভিনেতা।

একদিকে অভিনেতা সোনু সুদ যেমন মানুষের সাহায্য করে চলেছেন, তেমনই অন্যদিকে ভক্তরাও তাঁকে উপহার দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছেন। মাঝে মধ্যেই বিশেষ কিছু আয়োজন করে, অভিনেতাকে সারপ্রাইজ দিচ্ছে তাঁর ফ্যানরা। সম্প্রতি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একজন ভক্ত তাঁকে একটি খুব সুন্দর সারপ্রাইজও দিয়েছেন। আর সেই উপহার নেটদুনিয়ায় সবার সঙ্গে শেয়ারও করে নিয়েছেন অভিনেতা।

img 20230130 140517

সোনু সুদের পাওয়া সেই উপহার ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা গিয়েছে, এক ভক্ত সোনু সুদের জন্য একটি তাঁরই মূর্তি অঙ্কন করেছেন। তবে সেই মূর্তি তৈরি হয়েছে রঙ্গোলি দিয়ে। বিভিন্ন রঙের মিশ্রণে তৈরি অভিনেতা সোনু সুদের এই মূর্তির দৈর্ঘ্য প্রায় ৮৭০০০ বর্গফুট।

জানিয়ে রাখি, সোলাপুর শহরের চিত্রশিল্পী বিপুল শ্রীপাদ মিরাজকর এই ছবিটি তৈরি করেছেন। জানা গিয়েছে, এই ছবিটি তৈরি করতে প্রায় ৭ টনেরও বেশি রং লেগেছে। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় অভিনেতার শেয়ার করা এই ভিডিও ব্যাপকহারে ভাইরাল হতে শুরু করেছে।

bhbvbvb

বিশেষ দিনে এমন বিশেষ উপহার পেয়ে অভিনেতা সোনু সুদ নেটদুনিয়ায় লেখেন, ‘আমি কথার বাইরে এবং মানুষের দেখানো ভালবাসায় বিনীত। ৮৭০০০ বর্গক্ষেত্রের ছবি তৈরির জন্য সোলাপুরের বিপুলকে ধন্যবাদ জানাই।  আমি বিশ্ব রেকর্ড গড়ার এই মাইলফলক অর্জন করেছি। সবচেয়ে বড় রঙ্গোলি এবং আমি এটা নিয়ে গর্বিত’।