ছবিতে থাকা এই ছেলেটি কি চিনতে পারছেন? ইনিই বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা, জানেন কি এনার জীবনের স্ট্রাগলের গল্প

বলিউডে (Bollywood) সিনিয়র অভিনেতাদের মধ্যে একজন অন্যতম অভিনেতা হলেন ওম পুরি (Om Puri)। তিনি বলিউডে বিগত ৫০ বছর ধরে কাজ করেছেন। তাঁর ছবির ঝুলিতে রয়েছে একাধিক হিট ছবি তারমধ্যে নরশিমা, দ্রোহ কাল, লক্ষ্য, হেরা ফেরি, মাছিস, গুপ্ত, রাত, চাচি 420, দিল্লি 6, ভূমিকা, ইন্ডিয়ান, ডন, মকবুলের মতো অনেক ছবিতে অভিনয় করেছেন। কখনো ইতিবাচক চরিত্র তো কখনো নেতিবাচক চরিত্র দুটিতেই তিনি সমান পারদর্শী।

আরো পড়ুনঃ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য পাক অভিনেত্রীর, নিজের দেশ নিয়ে বললেন এমনটাই… 

কিন্তু জীবনের শুরুটা আজকের মতন এতোটাও সহজ ছিলোনা এই অভিনেতার। শোনা যায় খুব ছোট্ট বয়েস থেকেই তিনি জীবনযুদ্ধে নেমে পড়েছিলেন। মাত্র ছয় বছর বয়সে রাস্তার পাশে একটি চায়ের স্টলে চায়ের কাপ ধুতেন। এমনকি খুবই দীন দারিদ্রতার মধ্যে তাঁদের দিন কাটাতে হতো, কারণ সিমেন্ট চুরির অভিযোগে তার বাবাকে জেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাঁর জীবনের কঠিন সময়ের শুরু। আজকের প্রতিবেদনে এই বিখ্যাত অভিনেতার একটি ছবি দেখতে পাবেন যেটি দেখে বোঝার উপায় নেই ইনি তিনি।

Om Puri is one of the senior actors in Bollywood

ছোট থেকে অনেক কষ্টে দিন যাপনের পর বড় হয়ে তিনি পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে স্নাতক হন। এমনকি সেই সময় তাঁর ব্যাচমেট ছিলেন নাসিরুদ্দিন শাহ এবং শাবানা আজমিও। অবশ্য অভিনয় জগতে আজ তিনি এতো সফল হলেও শুরু দিকে তাঁকে অনেকেই তাঁর দেখা নিয়ে কটু কথা বলতেন। খারাপ চেহারা, গায়ের রঙ নিয়ে নানা কুরুচিকর মন্তব্য শুনেও তিনি কিন্তু দুঃখ পাননি বরং নিজে কঠোর পরিশ্রম আর প্রতিভার মাধ্যমে খুব কম সময়েই তিনি সিনে জগতে নিজের স্থান করে নেন।

Om Puri is one of the senior actors in Bollywood

আরো পড়ুনঃ আপনার গাড়িতেও বেশি জ্বালানি ব্যবহার হচ্ছে না তো? পেট্রোল পাম্পের এই বিষয়গুলি নজরে রাখুন, নাহলে আপনিও সমস্যায় পড়তে পারেন

১৯৭২ সালের মারাঠি সিনেমা ঘেশিরাম কোতওয়ালে এর মাধ্যমেই তিনি প্রথম সিনেমা জগতে আসেন। এরপর গোধুলি চলচ্চিত্রের মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। দেখতে দেখতে খুবই কম সময়ে তিনি আমাদের একজন অতি প্রিয় অভিনেতা হয়ে ওঠেন। সিনেমা জগতে ওম পুরি  (Om Puri) আজও এতো বছর পরেও  বিশেষভাবে প্রশংসিত হন।