আম্বানি বা রতন টাটা নয়, ইনিই ছিলেন ভারতের সবথেকে ধনী ব্যাক্তি! জানুন এই ধনকুবেরে অজানা গল্প…

Nizam Mir Osman is the richest man of India

ভারতের (India) ধনী ব্যাক্তিদের তালিকায় রয়েছেন একাধিক জনপ্রিয় ব্যবসায়ী, কিন্তু এই ধনকুবেরদের তুলনায় আরো একজন ধনী ব্যাক্তি ছিলেন ভারতে তিনি নিজাম মীর ওসমান (Nizam Mir Osman)। এবার ভাবছেন নিজাম ওসমান তিনি কে? আসুন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক ভারতের অন্যতম ধনী ব্যাক্তির কিছু অজানা কথা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতে, নিজামদের শেষ মীর ওসমান আলী খান ছিলেন ভারতের প্রথম এবং ধনীব্যাক্তি।  যিনি কিনা আনুমানিক ২৩০ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন।

আরো পড়ুনঃ ক্রাইম, কমেডি, রোমান্সসহ রয়েছে একাধিক জনর! আগস্ট মাসেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে একাধিক সিরিজ

তিনি ১৯১১ সালে মাত্র ২৫ বছর বয়েসে হায়দ্রাবাদের সিংহাসনে অধিকার লাভ করেন। তিনি ভারত সরকার কর্তৃক একটি রাজ্যে স্বাক্ষর করতে বাধ্য না হওয়া পর্যন্ত হায়দ্রাবাদের নিজাম ছিলেন। তিনি তাঁর বিলাসবহুল জীবন ধারা এবং বিশাল অর্থ সম্পত্তির জন্য সারা বিশ্বেই বিশেষ পরিচিত ছিলেন। ইতিহাসের পাতায় আজও তাঁর নাম রয়েগেছে। তিনি ভারতের একজন অতি জনপ্রিয় ধনী ব্যাক্তি ছিলেন। এমনকি তাঁদের বংশধররা ভারতের স্বাধীনতার পর হায়দ্রাবাদ মুক্ত হওয়া পর্যন্ত টানা ২২৪ বছর রাজত্ব করেছেন। ১৭২৪ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত  তাঁরা হায়দ্রাবাদের শাসন করে ছিলেন।

Nizam Mir Osman is the richest man

ভারতের এই ধনী ব্যাক্তিকে নিয়ে নানা অজানা কথা রয়েছে। তাঁর বিলাসবহুল জীবন যাত্রার কথা বলতে গেলে তিনি সব সময় সাধারণ পোশাক পরতে পছন্দ করতেন। এমনকি নিজের ঘর এবং মহলকে সব সময় সুসজ্জিত রাখতে পছন্দ করতেন না। পাশাপাশি রাজকীয় খাবার দাবার পছন্দ করতেন। তাঁর নিজস্ব মুদ্রা ছিল এবং ১০০ মিলিয়ন পাউন্ড সোনা ৪০০ মিলিয়ন পাউন্ডের সোনার গয়নাও ছিল।  তিনি একটি পেপারওয়েট হিসাবে এক হাজার কোটি টাকার একটি হীরা ব্যবহার করেছিলেন। এমনকি তিনিই প্রথম ভারতীয় যিনি কিনা ব্যক্তিগত বিমান সংস্থার মালিক ছিলেন। এমনকি তাঁর কাছে প্রায় ৫০টি রোলস-রয়েস গাড়িও ছিলো।

Nizam Mir Osman is the richest man

আরো পড়ুনঃ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য পাক অভিনেত্রীর, নিজের দেশ নিয়ে বললেন এমনটাই… 

অন্যদিকে তিনি ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের বস্তুগত, সামরিক এবং আর্থিক সহায়তা দিয়েও সাহায্য করেছিলেন। নিজাম মীর ওসমান (Nizam Mir Osman) ওসমানিয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।