দুর্দান্ত লুক ও ফিচার সহ নতুন ফোন লঞ্চ করতে চলেছে Nokia

যদি আপনি দুর্দান্ত স্মার্ট ফোনের খোঁজ করছেন তাহলে আপনার খোঁজ খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। কারণ বাজারে খুব শীঘ্রই Nokia একটি নতুন স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে যা বাজারের অন্য স্মার্ট ফোন গুলিকে দেবে কড়া টক্কর। আসলে nokia একটি গোলাপী রঙের স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে যা আপনার জীবনকে করে তুলবে গোলাপী। দুর্দান্ত ফিচারস সাথে নোকিয়ার এই গোলাপী স্মার্টফোন লোকেদের মনে জায়গা করে নেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। আসুন জেনেনি এই আর্টিকেলের মাধ্যমে nokia এর এই গোলাপী স্মার্ট ফোনের ফিচারের বিষয়।

নোকিয়ার আপকামিং স্মার্টফোন ফোনে (Nokia magic max smart phone) কোয়ালকম স্ন্যাপড্রাগনের শক্তিশালী প্রসেসর, বড় ব্যাটারি এবং দুর্দান্ত ডিসপ্লে গুণমান সহ শক্তিশালী পিকচার ফিল্ম স্পোর্ট করবে। এই Nokia Magic Max স্মার্টফোনটিতে একটি ৬.৭-ইঞ্চি ফুল HD প্লাস AMOLED ডিসপ্লে পাওয়া যাচ্ছে। এর সাথে এটিতে ১২০ Hz এর রিফ্রেশ রেট দেওয়া যেতে পারে। মোবাইলের সুরক্ষার কথা বললে এতে থাকবে Gorilla Glass 7-এর সুরক্ষা। এই স্মার্টফোনে Android 13 অপারেটিং সিস্টেম এবং প্রসেসরের কথা বলতে গেলে এতে Qualcomm Snapdragon প্রসেসর দেখা যাবে।

Nokia pink smartphone

নোকিয়ার আপকামিং ফোন (Nokia magic max smartphone ) এর ইন্টারনাল স্টোরেজ এবং র‌্যাম সম্পর্কে বলতে গেলে এই দুর্দান্ত স্মার্টফোনটিতে ১২৮ GB ইন্টারনাল স্টোরেজ এবং ৮ GB র‌্যাম থাকবে বলে অনুমান করা হচ্ছে। আর এই স্মার্টফোনটিতে একটি 7950mAh নন-রিমুভেবল ব্যাটারি দেখা যাবে যাতে এটি ১৮০W ফাস্ট চার্জিং দিয়ে চার্জ করা যায়। অর্থাৎ চার্জে বসালে মাত্র কয়েক মিনিটেই মোবাইলে ১০০ শতাংশ চার্জ হয়ে যাবে। এই ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা থাকবে। মেন ক্যামেরাটি ১৪৪ mp, ৬৪ mp আল্ট্রা ওয়াইড, ৪৮ mp ওয়াইসে দেওয়া হবে। আর ফ্রন্ট ক্যামেরা হবে ৩২ mp এর।

Nokia এর এই গোলাপী স্মার্ট ফোন কবে লঞ্চ হবে সেই বিষয় এখন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ার কিছু ওয়েব সাইট অনুযায়ী এই ফোনটি চলতি বছরের আগস্ট মাসে লঞ্চ হবে। আর ফোনে 5G সাপোর্ট পাওয়া যাবে। তাই অনুমান করা যাচ্ছে যে দুর্দান্ত ফিচারসের সঙ্গে এর আকর্ষক রঙ লোকেদের অনেক পছন্দ আসবে।